ভদকার পর কাপড়ের ব্যবসায় শাহরুখপুত্র আরিয়ান

‘ডি’য়াভল’র বিজ্ঞাপনের টিজার প্রকাশ হয়েছে ইনস্টাগ্রামে, যে বিজ্ঞাপনে অভিনয় করেছেন শাহরুখ খান।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 April 2023, 08:48 AM
Updated : 25 April 2023, 08:48 AM

শাহরুখপুত্র আরিয়ান খান এবার খুলেছেন কাপড়ের ব্যবসা। ছেলের ‘ডি’য়াভল’ নামের ব্র্যান্ডটির বিজ্ঞাপনের মুখ হয়েছেন শাহরুখ খান।

প্রথমে শোনা গিয়েছিল, পরিচালনায় আসবেন আরিয়ান। এরপর গত বছরের শেষ দিকে ওই ব্র্যান্ড নামে ভদকা ব্যবসা শুরু করেন আরিয়ান।

তখনই ঘোষণা ছিল, এই ব্র্যান্ডের পোশাকও আনবেন তিনি। এবারে নতুন খবরে বোঝা যাচ্ছে, অভিনয়ে আগ্রহী নন এই তরুণ। বরং ব্যবসাতেই তার ঝোঁক।

‘ডি’য়াভল’ এর বিজ্ঞাপনের টিজার প্রকাশ হয়েছে ইনস্টাগ্রামে।

ভিডিওতে শাহরুখের মুখের অর্ধেক অংশ দেখা যায়। ব্ল্যাকবোর্ডে শাহরুখ কেটে দেন ‘টাইমলেস’ কথাটি। এরপর তার হাত থেকে একটি রঙমাখা ব্রাশ পড়ে যায় মেঝেতে, যা তিনি তুলে নেন।

টিজারে জানানো হয়েছে, পুরো ভিডিও আসবে মঙ্গলবার।

তবে পোশাকের ব্যবসাটি আরিয়ানের একার নয়। দুই বন্ধু লেটি ব্লাগোয়েভা এবং বান্টি সিং এই ব্যবসার দুই অংশীদার।

“কাউন্টডাউন শুরু হয়ে গেছে” ক্যাপশনের ওই ভিডিওটি সোশাল মিডিয়ায় ‘সাড়া’ ফেলেছে।

“পুরোটা দেখার তর সইছে না,” মন্তব্য ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের একজনের।

কেউ লিখেছেন. “ভাবলাম জওয়ানের টিজার।”

এছাড়া আরিয়ানকে নিয়ে প্রশংসাসূচক শব্দ, বাক্যের মন্তব্য এসেছে বেশি।

Also Read: শাহরুখপুত্র আরিয়ান ‘ভদকা’র ব্যবসায়

গত বছর ভদকা ব্যবসা শুরুর পর ‘ভোগ’ ম্যাগাজিনকে সাক্ষাৎকারে আরিয়ান বলেছিলেন, কয়েক বছর আগেই যৌথভাবে ব্যবসার এই প্রস্তাব তার কাছে আসে। তখন তিনি ইউনিভার্সিটি অব সাদার্ন ক্যালিফোর্নিয়ায় পড়াশোনা করছিলেন।

ডি’য়াভল শুরুতে পোশাক ও অ্যালকোহলযুক্ত পানীয় দিয়ে ব্যবসা শুরু করবে। ক্রমান্বয়ে অ্যালকহলমুক্ত পানীয় ও টি-শার্ট, হুডি, জ্যাকেট ও ব্লেজার জাতীয় দামি পোশাক বাজারে আনবে।

শাহরুখ খানের ছেলে হিসেবে আরিয়ান ছোটবেলা থেকেই ছিলেন প্রচারমাধ্যমের নজরে। আরিয়ান তার বাবার সঙ্গে এনিমেশন ফিল্ম লায়ন কিংয়ের হিন্দি সংস্করণে কণ্ঠ দিয়েছিলেন। ওই চলচ্চিত্রে সিমবার কণ্ঠটি আরিয়ানের, আর সিমবার বাবা মুফাসার কণ্ঠটি ছিল শাহরুখের। তবে আরিয়ানের ইচ্ছা ছিল ক্যামেরার পেছনে ক্যারিয়ার গড়া।

গত বছরে অ্যামাজন প্রাইমের দুটি ওয়েব সিরিজ এবং একটি ফিচার ফিল্মের কাজ শুরু করেন আরিয়ান, যা নির্মিত হবে শাহরুখ খানের প্রযোজনা সংস্থা রেড চিলিস এন্টারটেইনমেন্টর ব্যানারে।