শুটিংয়ের প্রয়োজনে অস্ট্রেলিয়ায় যেতে সবাই ভিসা পেয়েছিলেন ঠিকঠাক। কিন্তু বিড়ম্বনায় পরেন তাসনিয়া ফারিণ।
Published : 17 Feb 2024, 08:48 PM
শিহাব শাহীন পরিচালিত ওয়েব ফিল্ম ‘কাছের মানুষ দূরে থুইয়া’ মুক্তি পাচ্ছে আগামী ২২ ফেব্রুয়ারি, যেখানে প্রথমবারের মত জুটি বেঁধেছেন প্রীতম হাসান ও তাসনিয়া ফারিণ।
এই সিনেমায় দেখা মিলবে নতুন মুখ রূপন্তী আকিদ-এর। আরো অভিনয় করেছেন সমাপ্তি মাশুক, খলিলুর রহমান কাদেরী, শিরিন আলম, শুভজিৎ ভৌমিক, ও শাহীন শাহনেওয়াজ।
ইতোমধ্যে চরকি অরিজিনাল ফিল্ম ‘কাছের মানুষ দূরে থুইয়া’র পোস্টার, গান ও ট্রেইলার প্রকাশ হয়েছে।
এ সিনেমার বড় অংশের শ্যুট হয়েছে রাজশাহীতে, বাকি শ্যুট হয় অস্ট্রেলিয়াতে। সে কারণে অভিনেতা ও কলাকুশলীসহ বড় একটা টিম অস্ট্রেলিয়ায় গিয়েছিল।
অস্ট্রেলিয়ায় যেতে সবাই ভিসা পেয়েছিলেন ঠিকঠাক। কিন্তু বিড়ম্বনায় পরেন তাসনিয়া ফারিণ।
পরিচালক শিহাব শাহীন বলেন, "আমরা সবাই ঝামেলা ছাড়াই ভিসা পেলাম। কিন্তু ফারিণের জন্য আমাদের শ্যুট পেছাতে হল। তার ফেইসবুকে নাম ছিল তাসনিয়া ফারিণ, আর পাসপোর্টে নাম ছিল ভিন্ন। সে জন্য প্রথমে রিজেক্ট হয়েছিল তার ভিসা।"
অবশ্য পরে সে সমস্যার সমাধান হয়। ফারিণও অস্ট্রেলিয়া যান, ভালোভাবেই শেষ হয় শুটিং।
রাজশাহী ও অস্ট্রেলিয়ার দুই জায়গায় প্রেমের গল্প বলার মত দারুণ সব জায়গা পেয়েছেন বলে জানান পরিচালক শিহাব শাহীন।
তিনি বলেন, “আমাদের সিনেমার গল্পটাই এমন যে, মফস্বল থেকে একদম শহর পর্যন্ত চলবে প্রেমের কাহিনী। সেই সাথে এই দুই জায়গাতেই সবার এত এত হেল্প পেয়েছি, তাতে আমাদের কাজটা আরও সহজ হয়েছে।”