বিজয় বর্মাই প্রথম অভিনেতা যাকে পর্দায় চুমু খেলেন তামান্না ভাটিয়া।
Published : 30 Jun 2023, 07:14 PM
তামান্না ভাটিয়া আর বিজয় বর্মার প্রেম নিয়ে কিছু দিন ধরেই রয়েছে চর্চা; তা উসকে দিল ‘লাস্ট স্টোরিজ-২’। সদ্য মুক্তি পাওয়া নেটফ্লিক্সের এই সিনেমায় জুটি হয়ে আসার পর ডেট ও যৌনতা নিয়ে খোলামেলা প্রশ্নের মুখে পড়তে হল তাদের, দিতে হল জবাবও।
বৃহস্পতিবারই মুক্তি পেয়েছে ‘লাস্ট স্টোরিজ-২’, যেখানে ভারতের দক্ষিণের এই দুই তারকাকে বেশ ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে হয়েছিল।
সেই সিনেমার প্রচারে যাওয়ার পর তাদের প্রথম ডেট ও যৌনতা নিয়ে প্রশ্ন করে ভারতীয় সংবাদমাধ্যম নিউজ এইটিন।
প্রথম ডেটে কি যৌন সম্পর্কে গিয়েছিলেন- এমন প্রশ্নে তামান্নার উত্তর আসে, ‘না’। অন্যদিকে বিজয় বলেন, ‘হ্যাঁ’।
একই প্রশ্ন লাষ্ট স্টোরিজের তামান্না-বিজয়ের অংশটির পরিচালক সুজয় ঘোষকে করা হলে তিনি বলেন, এত ভাগ্যবান তিনি নন।
ডেটের দ্বিতীয় দিন যৌন সম্পর্কে জড়িয়েছিলেন কি না- সেই প্রশ্নে নির্মাতা বলেন, “আমি মধ্যবিত্ত পরিবার থেকে এসেছি। আমাকে সবকিছুর জন্য লড়াই করতে হয়েছে। আমার জন্য সহজে কিছুই আসে না।”
অতীতের এক সাক্ষাৎকারে বিজয় বলেছিলেন, লাস্ট স্টোরিজ-২ এ অভিনয় করতে নামার পর সুজয় ঘোষের অফিসেই তামান্নার সঙ্গে প্রথম দেখা হয় তার।
বাহুবলী তারকা তামান্না ১৭ বছর ধরে অভিনয় করলেও পর্দায় কখনও কাউকে চুমু খাননি তিনি। কিন্তু বিজয়ের জন্য সেই চুম্বন বিধি ভাঙেন তিনি। এই সিনেমায় নিজের ঠোঁটে ঠোঁট রাখার সুযোগ দিয়েছিলেন বিজয়কে।
প্রথম সাক্ষাতেই তামান্না বলেছিলেন, বিজয়ই প্রথম অভিনেতা, যাকে পর্দায় চুমু খাবেন তিনি। আর সেকথা শুনে তামান্নাকে ধন্যবাদ দিয়েছিলেন বিজয়।
সাক্ষাৎকারে তামান্না শিকার করেছেন, যখন তিনি কিশোরী ছিলেন, তখন পরিবারের সঙ্গে সিনেমা দেখার সময় যৌনতার দৃশ্য এলে অস্বস্তি বোধ করতেন তিনি।
এখন লাস্ট স্টোরিজে অভিনয় করতে গিয়ে নিজেকে ভিন্নভাবে আবিষ্কার করেছেন বলে জানালেন এই অভিনেত্রী।