অক্টোবরে মূলস্ফীতি বেড়ে দুই অংকের খুব কাছে

পরিসংখ্যান ব্যুরোর একজন কর্মকর্তা বলেন, অক্টোবরে বিশেষ করে ডিম, পেঁয়াজ এবং আলুসহ সবজি ও তরকারির দাম বৃদ্ধির কারণে সাধারণ মূল্যস্ফীতি বেড়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Nov 2023, 07:45 PM
Updated : 6 Nov 2023, 07:45 PM

গেল অক্টোবর মাসে মূল্যস্ফীতির হার আবারও ঊর্ধ্বমুখী ধারায় ফিরেছে, পৌঁছে গেছে দুই অংকের কাছাকাছি।

পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে অক্টোবরে সাধারণ মূল্যস্ফীতি হয়েছে ৯ দশমিক ৯৩ শতাংশ, যা গত বছরের একই মাসে ৮ দশমিক ৯১ শতাংশ ছিল।

অর্থাৎ গত বছরের অক্টোবর মাসে দেশে যে পণ্য ও সেবা ১০০ টাকায় পাওয়া যেত, সেটা নিতে এ বছর অক্টোবরে ভোক্তাকে ১০৯ টাকা ৯৩ পয়সা ব্যয় করতে হয়েছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) সোমবার এক প্রতিবেদনে মূল্যস্ফীতির এই হালনাগাদ তথ্য প্রকাশ করে।

গত মার্চ থেকে দেশের সাধারণ মূল্যস্ফীতি ধারাবাহিকভাবে ৯ শতাংশের উপরে অবস্থান করছে। অগাস্ট মাসে তা ৯ দশমিক ৯২ শতাংশে পৌঁছে যায়, যা ১১ বছরের মধ্যে সর্বোচ্চ।

এরপর সেপ্টেম্বরে সামান্য কমে মূল্যস্ফীতির হার হয় ৯ দশমিক ৬৩ শতাংশ। এক মাসের মাথায় তা ফের বেড়ে অগাস্টের রেকর্ড ছাড়িয়ে গেল।

গত মাসে খাদ্য ও খাদ্য বহির্ভূত দুই খাতেই মূল্যস্ফীতির হার বেড়েছে। এর মধ্যে খাদ্য খাতের মূল্যস্ফীতি সেপ্টেম্বরের ১২ দশমিক ৩৭ থেকৈ বেড়ে অক্টোবরে হয়েছে ১২ দশমিক ৫৬ শতাংশ।

আর খাদ্য বহির্ভিূত খাতে মূল্যস্ফীতি সেপ্টেম্বর মাসের ৭ দশমিক ৪২ শতাংশ থেকে বেড়ে ৮ দশমিক ০১ শতাংশ হয়েছে।

পরিসংখ্যান ব্যুরোর একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অক্টোবরে বিশেষ করে ডিম, পেঁয়াজ এবং আলুসহ সবজি ও তরকারির দাম বৃদ্ধির কারণে সাধারণ মূল্যস্ফীতি বেড়েছে।