Published : 07 Apr 2025, 12:11 AM
রাজস্ব খাতের সংস্কারের অংশ হিসেবে ঋণের শর্ত বাস্তবায়নের অগ্রগতি ও আদায়ের পরিস্থিতি জানতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে বসছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঢাকা সফররত প্রতিনিধিদল।
সোমবার এনবিআর চেয়ারম্যানসহ আলাদাভাবে কাস্টমস, আয়কর ও ভ্যাট অনুবিভাগের সঙ্গে বৈঠক করবেন প্রতিনিধি দলটির সদস্যরা।
এসব আলোচনায় চলতি অর্থবছরের রাজস্ব আদায় পরিস্থিতি, আসছে ২০২৫-২৬ অর্থবছরে কর-জিডিপি বাড়ানোর কর্মপদ্ধতি, মধ্য ও দীর্ঘমেয়াদি কৌশল প্রণয়ণের অগ্রগতি, আয়কর বিভাগের ডিজিটালাইজেশন প্রকল্পের খসড়া প্রণয়নের অগ্রগতি, করপোরেট কর ও রিটার্ন অনলাইনে জমার সময়সীমা পর্যালোচনা রয়েছে আলোচ্যসূচিতে।
আর্থিক সঙ্কটে পড়ে ২০২২ সালে আইএমএফের দ্বারস্ত হয় বাংলাদেশ। অনেক আলোচনা শেষে বেশ কিছু সংস্কার বাস্তবায়নের শর্ত মেনে নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে সমঝোতার পর ৪ দশমিক ৭ বিলিয়ন বা ৪৭০ কোটি ডলারের ঋণ অনুমোদন করে আন্তর্জাতিক সংস্থাটি। পরের বছর প্রথম কিস্তির অর্থও হাতে পায় বাংলাদেশ।
ঋণের সঙ্গে আর্থিক খাতের সংস্কার ও অভ্যন্তরীণ আর্থিক ব্যবস্থাপনা শক্তিশালীকরণের জন্য বেশি কিছু পরামর্শ মানার শর্ত দিয়েছিল আইএমএফ।
ওই সব শর্ত প্রতিপালনের বিষয়টি পর্যালোচনা সাপেক্ষে ধাপে ধাপে আসছে ঋণের কিস্তিগুলো। ইতোমধ্যে ঋণের তিনটি কিস্তিতে প্রায় ২২১ কোটি ডলার পেয়েছে বাংলাদেশ।
তৃতীয় ধাপের পর্যালোচনা শেষে গত ১০ ফেব্রুয়ারির মধ্যে চতুর্থ কিস্তির ৬৪ দশমিক ৫ কোটি ডলার ছাড় দেওয়ার কথা ছিল সংস্থাটির। তবে সেসময় ওই কিস্তির অর্থ ছাড় হয়নি। এখন অন্তর্বর্তী সরকারের তরফে চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ একসঙ্গে জুনে ছাড় হওয়ার আশা প্রকাশ করা হয়েছে।
এর আগে শর্ত বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনায় আগের মত আবারও শনিবার রাতে ঢাকায় এসেছে আইএমএফের ১১ সদস্যের প্রতিনিধি দল। আগামী ১৭ এপ্রিল পর্যন্ত সরকারের নীতি নির্ধারকসহ অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, এনবিআরসহ বিভিন্ন দপ্তর প্রধানদের সঙ্গে আইএমএফ দলের দফায় দফায় বৈঠক হওয়ার সূচি রয়েছে।
সোমবার এনবিআরের সঙ্গে চার বৈঠকের প্রথমটি হবে এনবিআরের চেয়ারম্যান আবদুর রহমান খান এবং তিন অনুবিভাগের সদস্যদের সঙ্গে আলাদা করে তিনটি কারিগরি সভা হওয়ার কথা রয়েছে।
বেলা ১১টা থেকে শুরু হওয়া এসব বৈঠকে চলতি অর্থবছরের রাজস্ব আদায় পরিস্থিতি, আসছে ২০২৫-২৬ অর্থবছরে কর-জিডিপি বাড়ানোর কর্মপদ্ধতি, মধ্য ও দীর্ঘমেয়াদি কৌশল প্রণয়ণের অগ্রগতি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
এছাড়া আয়কর বিভাগের ডিজিটালাইজেশন প্রকল্পের খসড়া প্রণয়নের অগ্রগতি, করপোরেট কর ও রিটার্ন অনলাইনে জমার সময়সীমা, চলতি বছরের জুন মাসের শেষের দিকে এনবিআরের বিভিন্ন কাঠামোগত মান তৈরির যে শর্ত ছিল সেটির অগ্রগতি চানতে চাওয়া হবে আলোচ্যসূচিতে রয়েছে।
এসব কাঠামোগত সম্ভাব্য কর্মসূচির মধ্যে রয়েছে
>> দেশের ন্যূনতম কর সংস্কার কী হতে পারে
>> বর্তমানে থাকা ভিন্ন ভিন্ন করদাতার আইডি একীভূত করা
>> উৎসে কর্তন নিয়ে কর প্রশাসনকে শক্তিশালী করা
ঢাকায় এসে সফরের প্রথম দিন রোববারও ব্যস্ত সময় পার করেছে আইএমএফ প্রতিনিধিদলের সদস্যরা। এদিন সচিবালয়ে অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠকে এনবিআর চেয়ারম্যানও উপস্থিত ছিলেন। প্রতিনিধি দলটি বাংলাদেশ ব্যাংকের সঙ্গেও একাধিক বৈঠক করেছে।
সচিবালয়ে বৈঠকের পর অর্থ উপদেষ্টা সাংবাদিকদের বলেন, “তারা রিভিউ করে দুই কিস্তি একসঙ্গে দেবে। ট্যাক্স জিডিপি রেসিও কীভাবে বাড়াব, ট্যাক্স কালেকশান কীভাবে করব, এসব আমরা জানাব।
“আইএমএফের গুরুত্বের জায়গাটা হল রেভিনিউ জেনারেশন। এছাড়া বাজেটের আকার কেমন হবে, বাজেটে ঘাটতি কেমন হবে, এসব নিয়েও কথা হচ্ছে।”
আইএমএফের সঙ্গে বাজেটের আকার নিয়েও কথা হচ্ছে: অর্থ উপদেষ্টা
আট মাসে রাজস্ব আদায় পিছিয়ে ৫৮ হাজার কোটি টাকা
কর বৃদ্ধির লক্ষ্যমাত্রা পূরণ হয়নি কেন: এনবিআরকে আইএমএফ
ভাগ হচ্ছে এনবিআর: লাভ কী? জটিলতা কোথায়?
শুল্ক-কর না বাড়িয়ে কী করতে পারত সরকার?
কর অব্যাহতির সংস্কৃতি থেকে বেরুতে ফের তাগিদ আইএমএফের
কর-জিডিপি অনুপাত: আইএমএফের শর্ত কঠিন হল
উন্নয়ন সহযোগীদের চাপ, ব্যাপক হারে কমবে কর অব্যাহতি: এনবিআর চেয়ারম্যান
ঋণের শর্ত পর্যালোচনায় কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে রোববার বসছে আইএমএফ
চার মাস পরও নেতিবাচক ধারায় রাজস্ব আদায়
জুনে একসঙ্গে আসতে পারে আইএমএফ ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তি: উপদেষ্টা
চতুর্থ কিস্তি: আইএমএফের শর্ত বাস্তবায়নের হাল জানতে বসছে কমিটি