জমা দেওয়ার পরের দিন প্রতিবেদনের ফলাফল সংবাদমাধ্যম কর্মীদের সামনে প্রকাশ করা হবে, বলেন কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য।
Published : 28 Nov 2024, 08:43 PM
নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করেছে অর্থনীতির বর্তমান অবস্থা জানতে গঠিত অর্থনীতির শ্বেতপত্র প্রণয়ন কমিটি।
আগামী রোববার সরকারের কাছে এই শ্বেতপত্র জমা দেওয়া হবে বলে জানিয়েছেন কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য।
তিনি বলেন, জমা দেওয়ার পরের দিন সোমবার প্রতিবেদনের ফলাফল সংবাদমাধ্যম কর্মীদের সামনে প্রকাশ করা হবে।
বৃহস্পতিবার রাজধানীতে এক সেমিনারে তিনি এসব তথ্য তুলে ধরেন।
ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হলে দায়িত্বে আসা অন্তর্বর্তী সরকার দেশের সার্বিক অর্থনৈতিক অবস্থা তুলে ধরে শ্বেতপত্র প্রকাশ করতে এ কমিটি গঠন করে। অর্থনীতিবিদ দেবপ্রিয়ের নেতৃত্বে ১২ সদস্যের কমিটি গঠন করা হয়। ২৮ অগাস্ট কমিটি হওয়ার পরপরই কাজে নেমে পড়ে কমিটি। নিজেদের মধ্যে বৈঠক করা ছাড়াও অংশীজনদের মতামত নেয় তারা।
কমিটি গঠনের সময় বলা হয়েছিল দেশের সামষ্টিক অর্থনীতি ও খাতভিত্তিক অর্থনীতির অবস্থা এবং সামনের দিনের জন্য করণীয় ঠিক করতে সুপারিশ থাকবে এশ্বেতপত্রে।
বৃহস্পতিবার সেমিনারে কমিটির কাজ শেষ হওয়ার কথা তুলে ধরে দেবপ্রিয় বলেন, “এটা দুর্নীতি ধরার কমিটি না অনেকের কাছে ধারণা হয়েছে, এই কমিটি বোধহয় দুর্নীতি ধরার কমিটি, আমি আপনাদের পরিষ্কার বলে দিতে চাই এটা দুর্নীতি ধরার কমিটি না।
“এটা হল, দুর্নীতি কেন হয়েছে এবং দুর্নীতির মাত্রা কী সেটা বলবে। কিন্তু কে দুর্নীতি করেছে, কেন করেছে এটা বলা আমাদের দায়িত্ব না। এটা বলার জন্য সরকারের নিজস্ব প্রতিষ্ঠান আছে।’’
ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) ও রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট (র্যাপিড) আয়োজিত 'বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি ও উন্মুক্ত বাজেট জরিপ ২০২৩' ফলাফল প্রকাশ শীর্ষক সেমিনারে কথা বলছিলেন দেবপ্রিয়।
কমিটি গঠনের সময় বলা হয়েছিল সরকারি আর্থিক ব্যবস্থাপনা, মূল্যস্ফীতি ও খাদ্য ব্যবস্থাপনা, বাহ্যিক ভারসাম্য, জ্বালানি-বিদ্যুৎ, বেসরকারি বিনিয়োগ ও কর্মসংস্থান এই ছয় বিষয়ে মতামত নেওয়া হবে।
আরও পড়ুন: