অধ্যাপক রহমান রবীন্দ্রসংগীত শিল্পী এবং গবেষক হিসেবেও সুপরিচিত; যুক্ত ছিলেন ছায়ানটের সঙ্গে। বিস্তর লেখালেখিও করেছেন।
Published : 05 Jan 2025, 08:24 PM
স্বাধীনতার পর প্রথম পরিকল্পনা কমিশনের সদস্য, অর্থনীতিবিদ, সংগীত শিল্পী আনিসুর রহমান আর নেই।
রোববার দুপুর ১টা ১০ মিনিটে ঢাকার ইউনাইটেড হাসপাতালে তার মৃত্যু হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান তার ব্যক্তিগত সহকারী আব্দুল জলিল।
আনিসুর রহমানের বয়স হয়েছিল ৯১ বছর। অসুস্থতার কারণে তিনি দীর্ঘদিন শয্যাশায়ী ছিলেন। তার দেখভালের দায়িত্বে ছিলেন আব্দুল জলিল। আনিসুর রহমানের পরিবারের সদস্যরা বিদেশে থাকেন।
আব্দুল জলিল বলেন, “স্যার তো কয়েক বছর ধরেই অসুস্থ ছিলেন, বিছানায় থাকতে হত। শনিবার থেকে খাওয়া বন্ধ হয়ে যায়, রাতে শ্বাসকষ্ট শুরু হলে ভোর ৪টার দিকে হাসপাতালে নেওয়া হয়। দুপুরে ডাক্তার মৃত ঘোষণা করেন।”
পরিবারের সদস্যরা দেশে এসে দাফনের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন জানিয়ে জলিল বলেন, “মরদেহ বর্তমানে বারডেম হাসপাতালের হিমঘরে রাখা আছে।”
ঢাকা বিশ্ববিদ্যালয় এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি পড়া আনিসুর রহমান শিক্ষকতা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইসলামাবাদ বিশ্ববিদ্যালয়ে।
অধ্যাপক রহমান রবীন্দ্রসংগীত শিল্পী এবং গবেষক হিসেবেও পরিচিত ছিলেন। যুক্ত ছিলেন ছায়ানটের সঙ্গে। বিস্তর লেখালেখিও করেছেন।
‘পথে যা পেয়েছি’ নামে দুই খণ্ডে তার আত্মজীবনীমূলক গ্রন্থ প্রকাশ করে অ্যাডর্ন পাবলিকেশন।
অ্যাডর্নের প্রকাশক সৈয়দ জাকির হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্যারের বাসার নিচতলাতেই এক সময় অ্যাডর্ন পাবলিকেশন্সের কার্যালয় ছিল। সেই সুবাদে স্যারের সঙ্গে অনেক সময় কাটিয়েছি।
“কোভিডের সময় স্যারের স্ট্রোক হয়। এরপর থেকে উনি শারীরিকভাবে আর ভালো ছিলেন না। অনেকটা শয্যাশায়ী ছিলেন। শেষ কয়েক বছর তিনি অনেককে চিনতে পারতেন না।”
আনিসুর রহমানের জন্ম ১৯৩৩ সালে ময়মনসিংহে। ষাটের দশকে বঙ্গবন্ধুর ছয় দফা ঘোষণাপত্র তৈরিতে সহায়তা করেন। ছিলেন মুক্তিযুদ্ধে একজন সংগঠকও।
স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের প্রথম পরিকল্পনা কমিশনে অর্থনীতিবিদ নুরুল ইসলামের সঙ্গে যুক্ত হয়েছিলেন তিনি।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উনার মতো চিন্তাশীল অর্থনীতিবিদকে হারানো আমাদের জন্য ভীষণ বেদনার।
“উনার পরিবারের সদস্যরা বিদেশ থেকে এসে দাফনের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। তবে দাফনের আগে কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা সর্বস্তরের মানুষ তাকে শ্রদ্ধা জানাব।”
আনিসুর রহমানের প্রকাশিত উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে ‘উন্নয়ন জিজ্ঞাসা’, ‘অপহৃত বাংলাদেশ’, ‘পিপলস সেলফ ডেভেলপমেন্ট’, ‘অসীমের স্পন্দ-রবীন্দ্রসংগীত বোধ ও সাধনা’, ‘যে আগুন জ্বলেছিল মুক্তিযুদ্ধের চেতনার স্বতঃস্ফূর্ত প্রকাশ’, ‘সঙস অব টাগোর, ফিলসফি, সিলেক্টেড ট্রান্সলেশনস¬ পেইন্টিংস’, ‘পার্টিসিপেশন অব দ্য রুরাল পুয়োর ইন ডেভেলপমেন্ট’ ও ‘মাই স্টোরি অব ১৯৭১’।