গুরুত্বপূর্ণ এই শিল্পাঞ্চলকে ‘সরাসরি বিদেশি বিনিয়োগের একটি কেন্দ্র’ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এ উদ্যোগ।
Published : 02 Dec 2024, 09:30 PM
কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোনের (কেইপিজেড) কার্যক্রমে গতি আনতে এ প্রতিষ্ঠানকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সরাসরি তত্ত্বাবধান থেকে বের করে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) অধীনে ন্যস্ত করার সিদ্ধান্ত হয়েছে।
গুরুত্বপূর্ণ এই শিল্পাঞ্চলকে সরাসরি বিদেশি বিনিয়োগের একটি কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সোমবার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে কেইপিজেড পরিচালনা পর্ষদের বৈঠক হয়। এটি ছিল গত নয় বছরে কেইপিজেড পরিচালনা পর্ষদের প্রথম বৈঠক, যা সরকারেরপ্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
বৈঠকে ভূমি অধিকার, বন্দর ও শুল্ক, শ্রম আইন এবং বিনিয়োগকারী সহায়তা কাঠামোসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। যত দ্রুত সম্ভব কেইপিজেডের কাছে অবশিষ্ট জমি হস্তান্তরের কাজ শেষ করা, অনুমোদিত অর্থনৈতিক অপারেটর মডেল চালু করা, বন্ড লাইসেন্সিং পদ্ধতি সহজ করা এবং শ্রম আইন নিয়ে আলোচনা শুরু করার নির্বাহী সিদ্ধান্ত নেয় পর্ষদ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব পদক্ষেপ বিনিয়োগকারীদের একটি ‘শক্তিশালী বার্তা’ পাঠাবে যে বাংলাদেশ ব্যবসার জন্য প্রস্তুত।
বিডা এবং বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, “আমাদের বিনিয়োগকারীদের সমর্থন করতে হবে, যাতে তারা আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করতে পারেন। পরীক্ষামূলকভাবে বিডাতে একটি পৃথক টিম গঠন করা হয়েছে, যা কেপিজেডের প্রধান চ্যালেঞ্জগুলো চিহ্নিত করে তা সমাধান করবে।”
তিনি বলেন, “আমরা একটি উদাহরণ স্থাপন করতে চেয়েছিলাম। আজকের সফল বৈঠক প্রমাণ করে যে সরকারও দ্রুততার সঙ্গে সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারে।”
প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকি বলেন, "আজকের ফলাফল একটি নতুন ধাঁচের সরকার পরিচালনার ইঙ্গিত দেয়, যা সুস্পষ্ট উদ্দেশ্য ও লক্ষ্যভিত্তিক কার্যক্রমের মাধ্যমে পরিচালিত হয়। প্রতিক্রিয়াশীল সংস্কারের মাধ্যমে আমাদের বিনিয়োগ পরিবেশের অনেক অভিযোগ শিগগিরই অতীত হয়ে যাবে।”
কেইপিজেড ইয়ংওয়ান কর্পোরেশন দ্বারা পরিচালিত। বর্তমানে সেখানে ৪৮টি অত্যাধুনিক শিল্প ইউনিটে ৩৪ হাজারের বেশি বাংলাদেশির কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে।