এবার আসনটিতে ভোট পড়েছে ৭২ দশমিক ৭২ শতাংশ।
Published : 07 Jan 2024, 08:30 PM
চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে টানা পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এ বি এম ফজলে করিম চৌধুরী।
রোববার রাতে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে স্থাপিত ফলাফল সংগ্রহ এবং ঘোষণা কেন্দ্র থেকে এ ফল জানানো হয়।
নৌকা প্রতীকের প্রার্থী ফজলে করিম দুই লাখ ২১ হাজার ৫৭২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শফিউল আজম পেয়েছেন ৩১৫৯ ভোট।
রাউজান উপজেলার ১৪টি ইউনিয়ন নিয়ে গঠিত চট্টগ্রাম-৬ আসনের এবার মোট ভোটার ৩ লাখ ১৬ হাজার ৯২০ জন।
এই আসনে জাতীয় পার্টির মোহাম্মদ সফিক-উল আলম চৌধুরী (লাঙ্গল) পেয়েছেন দুই হাজার ৬৫৪ ভোট, তৃণমূল বিএনপির ইয়াহিয়া জিয়া চৌধুরী (সোনালী আঁশ) পেয়েছেন এক হাজার ১৪৯ ভোট এবং ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের স ম জাফর উল্লাহ (চেয়ার) পেয়েছেন এক হাজার ৯৩৭ ভোট।
এবার ভোট পড়েছে দুই লাখ ৩২ হাজার ১০৮টি, বাতিল হয়েছে এক হাজার ৬৩৭টি। ভোটের হার ৭২ দশমিক ৭২ শতাংশ।
২০১৮ সালে এই আসনে আওয়ামী লীগের এ বি এম ফজলে করিম চৌধুরী ২ লাখ ৩০ হাজার ৪৭১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম বিএনপির জসীম উদ্দিন শিকদার পান ২ হাজার ২৪৪ ভোট।
তার আগে ২০১৪ সালে এবিএম ফজলে করিম চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। আর ২০০৮ সালে তিনি ৮৬ হাজার ৬০৬ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তার নিকটতম বিএনপির গিয়াস উদ্দিন কাদের চৌধুরী পান ৭৮ হাজার ৭১১ ভোট। এর আগে ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনেও তিনি জয়ের মুখ দেখেন।