বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজের সিটের নিচ থেকে স্বর্ণালঙ্কারগুলো উদ্ধার করা হয়।
Published : 13 Jan 2024, 12:47 PM
চট্টগ্রামের শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসা একটি উড়োজাহাজ থেকে সাড়ে চার কেজি স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ওই উড়োজাহাজের আসনের নিচ থেকে সেগুলো উদ্ধার করা হয় বলে জানান বিমানবন্দরের ম্যানেজার গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “শুল্ক গোয়েন্দা ও এনএসআইয়ের সদস্যরা তল্লাশি চালিয়ে স্বর্ণালংকার উদ্ধার করেন। সিটের নিচে লাইফ জ্যাকেটের সঙ্গে বিশেষ কায়দায় লুকানো ছিল সেগুলো।”
৪ কেজি ৫৪০ গ্রাম ওজনের এসব অলঙ্কারের বাজার মূল্য আনুমানিক ৩ কোটি ৮৫ লাখ টাকা বলে জানান তিনি।
এ ঘটনায় কেউ আটক হয়নি।