নগরীর ঝাউতলা টিকেট প্রিন্টিং প্রেস কলোনি ও এর পাশের এলাকায় অভিযান চালিয়ে ৩৭৭টি স্থাপনা উচ্ছেদ করা হয়।
Published : 07 Sep 2022, 08:18 PM
চট্টগ্রাম নগরীর ঝাউতলা এলাকায় অবৈধ দখলে থাকা রেলওয়ের প্রায় আড়াই একর জমি উদ্ধার করা হয়েছে।
বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত পূর্ব রেলের ভূসম্পত্তি বিভাগ নগরীর ঝাউতলা টিকেট প্রিন্টিং প্রেস কলোনি ও এর পাশের এলাকায় অভিযান চালিয়ে ৩৭৭টি স্থাপনা উচ্ছেদ করে দুই দশমিক ৩৭ একর জায়গা উদ্ধার করে।
পূর্ব রেলের প্রধান ভূসম্পত্তি কর্মকর্তা সুজন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রিন্টিং প্রেস কলোনি এলাকায় রেলের জায়গায় পাকা, আধাপাকা স্থাপনা তৈরি করে দীর্ঘদিন ধরে অনেকে অবৈধভাবে বসবাস করে আসছিলেন। অভিযানে মোট ৩৭৭টি স্থাপনা উচ্ছেদ করে ১২৫০ জনকে সরানো হয়েছে।
ওই এলাকায় বৃহস্পতিবারও অভিযান চলবে বলে জানান তিনি।