কারিগরি শিক্ষায় সরকার কাজ করছে, জানালেন শিক্ষা উপমন্ত্রী।
Published : 17 Dec 2022, 05:02 PM
কারিগরি শিক্ষাই বেকারত্বের হার কমাতে পারে বলে মনে করেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
শনিবার সকালে চট্টগ্রাম নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে বিনামূল্যে আউটসোর্সিং কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
নওফেল বলেন, কারিগর শিক্ষা অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে৷ পুঁথিগত শিক্ষার সঙ্গে প্রায়োগিক শিক্ষা বা লাইফ স্কিল থাকা প্রত্যেকের জন্য আবশ্যক।
“দেশের কারিগরি শিক্ষা ব্যবস্থার আরও উন্নয়ন করা প্রয়োজন। সরকার কারিগরি খাতে শিক্ষক-কর্মচারীর শূন্য পদ পূরণ করে নতুন প্রতিষ্ঠান স্থাপনের কাজ এগিয়ে নিচ্ছে।”
এদিন আন্দরকিল্লা ওয়ার্ডের কাউন্সিলর জহর লাল হাজারীর ব্যবস্থাপনায় ১৫০ জন প্রশিক্ষণার্থীকে বিনামূল্যে ‘আউটসোর্সিং প্রশিক্ষণের’ উদ্বোধন করা হয়; এর পৃষ্ঠপোষকতায় রয়েছেন নওফেল।
এ সময় নওফেল বলেন, মানসম্মত কারিগরি শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। ইতোমধ্যে কারিকুলাম পরিবর্তন, শিল্পের চাহিদা অনুসারে কার্যকর ও বিষয়ভিত্তিক কোর্সের সংখ্যা বাড়ানোসহ নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
“সাধারণ শিক্ষার সাথে কারিগরি শিক্ষায় প্রশিক্ষিত হয়ে দক্ষ জনশক্তিতে রূপান্তর হলে কর্মসংস্থান অনেকটাই সহজ হবে। দক্ষ জনশক্তিতে রুপান্তর করে কারিগরি শিক্ষাই পারে বেকারত্বের হার কমাতে।”
এজন্য প্রধানমন্ত্রীও একে সাধারণ শিক্ষার মধ্যে ছড়িয়ে দিতে বলেছেন বলেও জানান নওফেল।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক কাউন্সিলর জহর লাল হাজারীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ইঞ্জিনিয়ারস ইনস্টিটিউট চট্টগ্রাম কেন্দ্রের সাধারণ সম্পাদক প্রকৌশলী শহিদুল আলম, অধ্যক্ষ আব্দুল মালেক, অধ্যক্ষ আব্দুল বাতেন, সাইদুল কবির চৌধুরী, শুভ্রদিপ কর বক্তব্য দেন।