বারৈয়ারহাটে ট্রেনে কাটা পড়লেন নারী

ঘটনাটি দুর্ঘটনা নাকি আত্মহত্যা, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Sept 2022, 01:36 PM
Updated : 26 Sept 2022, 01:36 PM

 চট্টগ্রামের বারৈয়ারহাট এলাকায় ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে।

সোমবার মীরসরাই উপজেলার বারৈয়ারহাট রেল ক্রসিংয়ের কাছে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত শিরিনা বেগম (৫০) ফেনীর ছাগলনাইয়া উপজেলার গোলাপ ইউনিয়নের নিজকুঞ্জরা এলাকার নুরুল হুদার স্ত্রী।

চট্টগ্রাম রেলওয়ে থানার এএসআই জহিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘটনাস্থলের কাছেই শিরিনার বাড়ি। সকালে চট্টগ্রাম থেকে ঢাকাগামী ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।

ঘটনার পরপরই পরিবারের সদস্যরা শিরিনার লাশ বাড়ি নিয়ে গেছেন জানিয়ে এই পুলিশ সদস্য বলেন, “প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্রেন আসার সময় শিরিনা রেললাইনে শুয়ে পড়েন। আবার পরিবারের সদস্যরা বলছেন, ওষুধ কিনতে তিনি বাড়ি থেকে বের হয়েছিলেন। রেললাইনের পাশ দিয়ে যাওয়ার সময় ট্রেনে কাটা পড়েন।”

এএসআই জহির বলেন, “মৃত্যুর পর নিহতের বাড়িতে পুলিশ গিয়েছিল। কিন্তু মৃত্যুর বিষয়ে তাদের কোনো অভিযোগ নেই। স্থানীয় চেয়ারম্যান ও ইউপি সদস্যদের উপস্থিতিতে ময়নাতদন্ত ছাড়া লাশ পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।”