আটক মনিরের বিরুদ্ধে বাগেরহাট সদর থানায় দুটি চুরির মামলার তথ্য পেয়েছে পুলিশ।
Published : 01 Jan 2024, 11:56 PM
চট্টগ্রামে হাতকড়া পরা এক যুবককে আটক করা হয়েছে, যে বাগেরহাট থেকে পালিয়ে এসেছে বলে পুলিশের ধারণা।
সোমবার সন্ধ্যায় হালিশহর সিএসডি গোডাউন এলাকা থেকে তাকে আটক করে থানায় সোপার্দ করেন একজন ট্রাফিক সার্জেন্ট।
আটক যুবকের নাম মো. মনির, বয়স আনুমানিক ২৬ বছর। বাগেরহাট সদর উপজেলায় তার বাড়ি।
হালিশহর থানার ওসি কায়সার হামিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হাতে হ্যান্ডকাফ পড়া অবস্থায় দেখে মনিরকে আটক করেন দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট। পরে থানায় খবর দিলে পুলিশ তাকে নিয়ে আসে।”
ওসি বলেন, “দুই-তিন দিন আগে সে বাগেরহাট থেকে চট্টগ্রামে এসেছে বলে জানিয়েছে। কীভাবে তার হাতে হ্যান্ডকাফ লাগলো সেটা খতিয়ে দেখছি।”
মনিরের বিরুদ্ধে বাগেরহাট সদর থানায় দুটি চুরির মামলার তথ্য পাওয়া গেছে জানিয়ে ওসি বলেন, “আমাদের ধারণা, সে পুলিশের হাত থেকে পালিয়ে চট্টগ্রামে চলে এসেছে।"