এ মামলার বাদীও পরে হত্যার শিকার হন।
Published : 22 Aug 2023, 09:42 PM
চট্টগ্রামের লোহাগাড়ায় ২২ বছর আগের এক হত্যা মামলায় দুই ভাইয়ের আমৃত্যু কারাদণ্ড এবং আটজনের যাবজ্জীবন সাজা দিয়েছেন আদালত।
চট্টগ্রামের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবুল হাসনাত মঙ্গলবার এ রায় ঘোষণা করেন।
আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের রাজঘাটা এলাকার শামসুল ইসলাম ও তার ভাই সৈয়দ আহম্মেদ।
যাবজ্জীবন কারাদণ্ড পেয়েছেন- আইয়ুব আলী, তার ছেলে জহিরুল ইসলাম, আজমা বাদশা, তার ভাই মো. আলমগীর, তিন ভাই জসিম উদ্দিন, আবুল কাশেম ও নাজিম উদ্দীন এবং নুরুল আলম।
বাদীপক্ষের আইনজীবী এ কে এম শাহরিয়ার রেজা রিয়াদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জমির বিরোধের জেরে মাহমুদুল হককে খুন করা হয়। আসামিদের বিরুদ্ধে ৩০২ ধারায় হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় দুজনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত।
অন্য আট আসামিকে ৩০২ ধারায় যাবজ্জীবন কারাদণ্ড, মানে ৩০ বছর এবং ৩২৬ ধারায় গুরুতর আঘাতের অভিযোগে আরও ৫ বছর করে মোট ৩৫ বছর কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
এই মামলার রায়ে আব্দুল মালেক নামের এক আসামিকে খালাস দেয়া হয়েছে। এছাড়া নাসির উদ্দিন ও ইউসুফ নামের দুই আসামি মারা যাওয়ায় তাদের অভিযোগ থেকে অব্যাহতি দেয়া হয় বলে জানান আইনজীবী রিয়াদ।
দণ্ডিতদের মধ্যে আমৃত্যু কারাদণ্ডের সাজা পাওয়া শামসুল ইসলাম এবং যাবজ্জীবন কারাদণ্ডের সাজা হওয়া আজম বাদশা, নুরুল আলম, নাজিম উদ্দিন ও আলমগীর পলাতক।
মামলার নথি থেকে জানা যায়, ২০০১ সালের ৩ নভেম্বর লোহাগাড়া থানার আমিরাবাদ ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড রাজঘাটা এলাকায় মাহামুদুল হককে মারধর ও দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করা হয়।
৫ নভেম্বর চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাহমুদুল হক মারা যায়।
এ ঘটনায় মাহমুদ হকের ভাই জানে আলম বাদী হয়ে ওই বছরের ১১ নভেম্বর ১৩ জনের বিরুদ্ধে লোহাগাড়া থানায় মামলা করে। তিন মাস পর জানে আলমও খুন হন।
আইনজীবী একেএম শাহরিয়ার রেজা রিয়াদ বলেন, জানে আলম হত্যা মামলায় এই আসামিদের কারো কারো ফাঁসি ও কারো যাবজ্জীবনের সাজা হয়। সেই মামলাটি উচ্চ আদালতে লিভ টু আপিল করেছে আসামিরা।
মাহমুদুল হক হত্যা মামলার তদন্ত শেষে ২০০২ সালের ২৮ জানুয়ারি আদালতে ১৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।
২০০৬ সালের ৮ অগাস্ট আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়। মামলায় বিচার চলাকালে দুই আসামির মৃত্যু হয়। ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার রায় ঘোষণা করা হল।