রাতে বিতণ্ডা, ভোরে ছুরি মেরে প্রহরীকে খুন

রাতে খোলা জায়গায় এক যুবককে ‘প্রস্রাব করতে নিষেধ করায়‘ বিতণ্ডা হয়; ভোরে ছুরিকাঘাতের ওই ঘটনা ঘটে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 May 2023, 05:23 AM
Updated : 28 May 2023, 05:23 AM

চট্টগ্রামে ‘তুচ্ছ ঘটনায় বিতণ্ডার জেরে’ ছুরিকাঘাতে এক নিরাপত্তা প্রহরীকে খুন করা হয়েছে।

বন্দর নগরীর হালিশহর নয়াবাজার এলাকায় রোববার ভোরে এ হত্যাকাণ্ড ঘটে বলে পাহাড়তলী থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান।

নিহত আজাদুর রহমানের (৩৫) বাড়ি হালিশহর নয়াবাজার এলাকার নাজির বাড়িতে।

ওসি মোস্তাফিজুর বলেন, “আজাদ ও তার ভাই নয়াবাজার এলাকায় নিরাপত্তা প্রহরীর কাজ করেন। রাতে খোলা জায়গায় এক যুবককে প্রস্রাব করতে নিষেধ করায় আজাদের ভাইয়ের সঙ্গে কথা কাটাকাটি হয়। তাতে যোগ দেন আজাদও। ভোরে বাসায় ফেরার পথে তাকে ছুরিকাঘাত করা হয় এবং হাসপাতাল নেওয়ার পর তার মৃত্যু হয়।”

এদিকে মৃত্যুর আগের এক ভিডিওতে আজাদকে কথা বলতে দেখা যায়। ওসমান ও রাজু নামের দুজনসহ ৭/৮ জন মিলে হামলা করে বলে সেখানে তিনি অভিযোগ করেন।

আজাদের ভাতিজা পরিচয়ে মো. হুমায়ুন নামে এক ব্যক্তি বলেন, হামলাকারীদের সঙ্গে আজাদের বিরোধ আরও কয়েক মাস আগে থেকে। নয়াবাজার এলাকায় রাস্তার দোকান ও পার্কিংয়ে থাকা গাড়ি পাহারা দিতেন আজাদ। সেখানে টাকা তোলা নিয়ে রাজুর সঙ্গে তার বিরোধ দেখা দেয়।

হুমায়ুনের ভাষ্য, “রাতে এক যুবক খোলা জায়গায় প্রস্রাব করার সময় আজাদের বড় ভাই রহমান তাকে ডাক দেয়। এ নিয়ে কথাকাটাকাটির জেরে ওই যুবক মোবাইলে ফয়সালকে ডেকে আনে। সেসময় বিষয়টা মিটমাট হয়ে যায়। কিন্তু ভোরে সবাই এক হয়ে আজাদের ওপর হামলা চালায়।”

ওসি মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নামগুলো তারাও শুনেছেন। পুলিশ খোঁজ নিচ্ছে।