পুনঃনিরীক্ষণের পর চট্টগ্রাম শিক্ষাবোর্ডের ৫৭ জন এইচএসসি পরীক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়ে জিপিএ-৫ হয়েছে।
চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
তিনি বলেন, বোর্ডে এবার ১২ হাজার ২৩ জন শিক্ষার্থী মোট ৩৯ হাজার ৪৪টি উত্তরপত্র পুনঃনিরীক্ষার জন্য আবেদন করেছিল।
আবেদনকারীদের মধ্যে ৭৪৭ জন পরীক্ষার্থীর মোট ৭৭৭টি উত্তরপত্রে পরিবর্তন হয়েছে। তাদের মধ্যে সিজিপিএ পরিবর্তন হয়েছে এমন পরীক্ষার্থীর সংখ্যা ২৮৬ জন।
পুনঃনিরীক্ষণের পরে ফেল থেকে পাস করেছে ৭৬ জন পরীক্ষার্থী। ৫৭ জনের গ্রেড পরিবর্তন হয়ে জিপিএ-৫ হয়েছে।
কোভিড মহামারীর পর সংক্ষিপ্ত সিলেবাসে ২০২২ সালে হওয়া উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা করা হয় ৮ ফেব্রুয়ারি।
এবারে চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৮০ দশমিক ৫ শতাংশ; আগের বছর যা ৮৯ দশমিক ৩৯ শতাংশ ছিল।
চট্টগ্রাম বোর্ডে ৯৩ হাজার ৯৯৭ জন শিক্ষার্থী ২০২২ সালের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে পাস করে ৭৪ হাজার ৩২ জন।
তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১২ হাজার ৬৭০ জন শিক্ষার্থী। এখন তা বেড়ে দাঁড়াল ১২ হাজার ৭২৭ জনে।
গত বছর পুনঃনিরীক্ষণের পর ১৩৯ জনের ফল পরিবর্তন হয়েছিল।