মীর্জাপুর ইউনিয়নের চাড়িয়া ইজতেমা মাঠ সংলগ্ন এলাকায় একটি বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়।
Published : 07 Nov 2023, 11:58 AM
চট্টগ্রামের হাটহাজারীতে বাস ও অটোরিকশার সংঘর্ষে এক পরিবারের সাতজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে হাটহাজারীর চারিয়া এলাকায় চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে হাটহাজারী থানার ওসি মো. মনিরুজ্জামান জানান।
নিহতরা হলেন- চন্দনাইশ উপজেলার পূর্ব জোয়ারা মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা রীতা দাশ (৩৫), তার দুই মেয়ে শ্রাবন্তী দাশ (১৬) ও বর্ষা দাশ (৭), দুই যমজ ছেলে দিগ দাশ (৪) ও দিগন্ত দাশ (৪), রীতার ভাশুরের ছেলে বিপ্লব দাশ (২৫) এবং রীতার স্বামীর কাকাত বোন চিনু দাশ (৫০)।
তাদের মধ্যে শ্রাবন্তী বাক প্রতিবন্ধী, আগামী বছর তার এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল। বর্ষা পড়ত তৃতীয় শ্রেণিতে।
এ দুর্ঘটনায় অটোরিকশার চালক বিপ্লব মজুমদার (২৮) এবং নিহত চিনু দাশের ছেলে। বাপ্পা দাশ (৩০) আহত হয়েছেন।
হাটহাজারী উপজেলার ইউএনও এ বি এম মশিউজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মীর্জাপুর ইউনিয়নের চাড়িয়া ইজতেমা মাঠ সংলগ্ন এলাকায় চট্টগ্রামগামী বাসটির সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়।
রীতার ছোট বোন দিয়া দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১১ দিন আগে তাদের ঠাকুরমা মারা গেছেন। মঙ্গলবার অন্ত্যেষ্টিক্রিয়া উপলক্ষে রীতা তার চার সন্তান ও শ্বশুর বাড়ির আত্মীয়দের নিয়ে ফটিকছড়ি শাহ নগর এলাকায় বাবার বাড়ি যাচ্ছিলেন।
নতুনপাড়া এলাকা থেকে তাদের ফটিকছড়ি নিয়ে আসার জন্য স্থানীয় অটো চালক বিপ্লবকে পাঠানো হয়েছিল। পথে ওই অটোরিকশা দুর্ঘটনায় পড়ে।
হাইওয়ে পুলিশ নাজিরহাট ফাঁড়ির পরিদর্শক আদিল মাহমুদ জানান, দুর্ঘটনার পরপর বাসটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছেন।