শনিবার বিকাল চারটা থেকে রাত ১০টা পর্যন্ত চেরাগী পাহাড়, লাভলেইন, এনায়েত বাজার ও বোস ব্রাদার্স মোড় থেকে বৌদ্ধ মন্দির ও ডিসি হিল অভিমুখে সকল প্রকার যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
Published : 26 Oct 2023, 08:28 PM
প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চট্টগ্রামের নন্দনকানন বৌদ্ধ বিহার সড়কে শনিবার যান চলাচল নিয়ন্ত্রণের নির্দেশনা দিয়েছে নগর পুলিশের ট্রাফিক দক্ষিণ বিভাগ।
নির্দেশনায় বলা হয়েছে, শনিবার প্রবারণা পূর্ণিমা উপলক্ষে নন্দনকানন বৌদ্ধ মন্দির, ডিসি হিল মোড় এলাকায় ফানুস উড়ানো এবং ধর্মীয় আচার অনুষ্ঠান হবে। এসময় বৌদ্ধ ধর্মাবলম্বী ভক্ত, দর্শনার্থী ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সেখানে উপস্থিত থাকবেন।
“এ কারণে শনিবার বিকাল চারটা থেকে রাত ১০টা পর্যন্ত চেরাগী পাহাড়, লাভলেইন, এনায়েত বাজার ও বোস ব্রাদার্স মোড় থেকে বৌদ্ধ মন্দির ও ডিসি হিল অভিমুখে সকল প্রকার যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।”
এ নির্দেশনা মেনে চলাচলের জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে।