আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্য গত কয়েকদিন পূর্ব মাদারবাড়ি মালুম মসজিদ এলাকায় এক আত্মীয়র বাসায় ছিলেন।
Published : 10 Aug 2024, 01:35 AM
চট্টগ্রামের বন্দর-পতেঙ্গা আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এম এ লতিফকে বিক্ষোভের মুখে হেফাজতে নিয়ে পরিবারের কাছে পৌঁছে দিয়েছেন সেনাবাহিনীর সদস্যরা।
শুক্রবার সন্ধ্যার দিকে নগরীর পূর্ব মাদারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্য গত কয়েকদিন পূর্ব মাদারবাড়ি মালুম মসজিদ এলাকায় এক আত্মীয়র বাসায় ছিলেন। শুক্রবার তিনি ওই এলাকার মসজিদে নামাজ পড়ে যাবার পথে বিএনপি নেতাকর্মী ও স্থানীয়দের রোষানলে পড়েন।
নাম প্রকাশ না করে এক বিএনপি নেতা বলেন, “পরিস্থিতি দেখে সাবেক এমপি তার আত্মীয়র বাসায় ফিরে যান। কিন্তু সেখানেও হট্টগোল হয়। তখন সেনা সদস্যরা এসে তাকে নিয়ে চলে যান।”
লতিফের একজন ব্যক্তিগত সহকারী বলেন, “ওই ঘটনার পর স্যারকে উদ্ধার করে সেনাবাহিনীর সদস্যরা পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেছে বলে জেনেছি।”
এম এ লতিফ আওয়ামী লীগের হয়ে চট্টগ্রাম-১১ আসনে চার বার সংসদ সদস্য নির্বাচিত হন। একসময় চট্টগ্রাম চেম্বারেরও সভাপতি।
প্রবল গণ আন্দোলনের মুখে গত ৫ অগাস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে শেখ হাসিনা বিদেশে পালিয়ে গেলে আওয়ামী লীগের ১৫ বছরের শাসনের অবসান ঘটে। দলটির জ্যেষ্ঠ অনেক নেতাও দেশ ছেড়েছেন বলে ধারণা করা হয়, বাকিরা রয়েছেন আত্মগোপনে।
সেদিন থেকে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কার্যালয় ও নেতাদের বাড়িতে হামলা, লুটপাট অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। হামলার শিকার হয়ে কারও কারও প্রাণও গেছে।