তিন মাস আগে বাবুল একটি ব্যাটারিচালিত রিকশা কেনেন।
Published : 12 Jan 2025, 09:36 PM
চট্টগ্রামের পাহাড়তলী এলাকা থেকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করা লাশের পরিচয় মিলেছে।
আবদুর রহিম বাবুল (৫২) নামের এই ব্যক্তি ব্যাটারির রিকশা চালাতেন।
রোববার সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেলের মর্গে স্ত্রী এবং স্বজনেরা লাশ শনাক্ত করেন বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের ধারণা, ব্যাটারিচালিত রিকশা ছিনতাই করতে বাবুলকে খুন করা হতে পারে।
বাবুল বাঁশখালী উপজেলার চানপুর এলাকার বাসিন্দা হলেও নগরীর দেবপাহাড় এলাকার ভাড়া বাসায় স্ত্রী ও ছেলেকে নিয়ে থাকতেন।
রোববার সকালে খুলশী থানাধীন পাহাড়তলী রেলওয়ে ওয়ার্কশপ গেইট এলাকা থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। তখন তার পরিচয় জানা যায়নি।
চট্টগ্রামের পাহাড়তলী থেকে হাত পা-বাঁধা লাশ উদ্ধার
খুলশী থানার এসআই বেলাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকালে উদ্ধারের পর লাশটি মর্গে নেওয়া হলে সেখানে তার এক স্বজন চিনতে পারেন। পরে বাবুলের স্ত্রী এসে লাশ শনাক্ত করেন।”
তিনি বলেন, বাবুলের স্ত্রী দেবপাহাড় এলাকায় একটি টেইলারিং শপ চালান। তিন মাস আগে বাবুল একটি ব্যাটারিচালিত রিকশা কেনেন। দোকানে সময় দেওয়ার ফাঁকে সকালে বা রাতে রিকশা নিয়ে বের হতেন।
শনিবার রাতে বাবুল রিকশা নিয়ে বের হলেও আর বাসায় ফেরেননি উল্লেখ করে এসআই বেলাল বলেন, “তার পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করেও তার সন্ধান পাননি। পরে সকালে তার লাশ পুলিশ উদ্ধার করে।”
পুলিশ সকালে বাবুলের লাশটি উদ্ধার করলেও তার রিকশাটি পায়নি।
রিকশা ছিনতাই করতে বাবুলকে খুন করা হয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে এসআই বেলাল জানান।
এই ঘটনায় মামলা করার প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।