মৃত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
Published : 12 Jan 2025, 03:49 PM
চট্টগ্রামের খুলশীর পাহাড়তলী থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার করার কথা জানিয়েছে পুলিশ।
খুলশী থানার ওসি মো. মজিবুর রহমান জানিয়েছেন, রোববার সকালে পাহাড়তলী রেলওয়ে ওয়ার্কশপ গেইটের উল্টাদিকে সেগুনবাগান এলাকা থেকে আনুমানিক ৫০ বছর বয়েসী ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশের একটি দল গিয়ে লাশটি উদ্ধার করেছে।মৃত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।“
মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠনো হয়েছে বলেও পুলিশের এই কর্মকর্তা জানিয়েছেন।