তিনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন।
Published : 21 Mar 2025, 12:46 PM
চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক কয়েদি মারা গেছেন।
বৃহস্পতিবার রাতে ইয়াকুব আলী বাবুল নামে ওই কয়েদির মৃত্যু হয়।
তিনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। তার বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার শাহ নগর এলাকায়।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার মোহাম্মদ মাসুদ হাসান জুয়েল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইয়াকুব আলী বাবুল একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি ছিলেন। তিনি নানারকম রোগে আক্রান্ত ছিলেন এবং বিভিন্ন সময়ে হাসপাতালে চিকিৎসা নিতেন।
“বৃহস্পতিবার রাতে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাবুলের মৃত্যু হয়েছে।”
জেলার জুয়েল জানান, গত ১৬ মার্চ থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বাবুল। এর আগে ১০ ও ১৩ মার্চ আরও দুই দফায় হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন তিনি।
গেল বছরের ২১ অক্টোবর বাবুলকে গ্রেপ্তার করেছিল র্যাব।
পরদিন র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রবাসী নেছার আহমেদ তোতা হত্যা মামলায় বাবুল ২১ বছর ধরে পলাতক ছিলেন। ২০২১ সালের ৮ মার্চ চট্টগ্রামের একটি আদালত বাবুলসহ নয় জনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছিলেন।
চট্টগ্রামে প্রবাসীকে ডেকে নিয়ে হত্যায় ৯ জনের মৃত্যুদণ্ড