পরীক্ষা শেষে বোর্ডের প্রতিবেদনে দুই পরীক্ষার্থীকে বহিস্কারের তথ্য দেওয়া হয়।
Published : 15 Sep 2022, 08:17 PM
এসএসসি পরীক্ষা শুরুর দিনে চট্টগ্রাম শিক্ষাবোর্ডে দেড় হাজারের বেশি শিক্ষার্থী অংশ নেয়নি।
পরীক্ষা শেষে বোর্ডের এক প্রতিবেদনে জানানো হয়, প্রথম দিন বাংলা প্রথম পত্র পরীক্ষায় এক লাখ ৪০ হাজার ৪৭৪ জন পরীক্ষার্থী ছিল। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয়নি এক হাজার ৬৮৩ জন।
এছাড়া দুই পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক নারায়ণ চন্দ্র নাথ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পাঁচ জেলার ২১৩টি কেন্দ্রে পরীক্ষার পরিবেশ সার্বিকভাবে ভালো ছিল। কোথাও কোনো অভিযোগ পাওয়া যায়নি।”
বোর্ডের প্রতিবেদনে জেলা ভিত্তিক তথ্য তুলে ধরে জানানো হয়, চট্টগ্রাম জেলায় ১২৫টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা এক লাখ এক হাজার ৫৪ জন। তার মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ৯৯ হাজার ৮৫৮ জন।
কক্সবাজারের ২৯ কেন্দ্রে ২১ হাজার ১৩৫ জন, রাঙামাটির ২১ কেন্দ্রে ছয় হাজার ৫৬১ জন, খাগড়াছড়ির ২৩ কেন্দ্রে সাত হাজার ৩৬৮ ও বান্দরবানের ১৫টি কেন্দ্রে চার হাজার ৩৫৬ জন পরীক্ষার্থী ছিলেন।
এর মধ্যে কক্সবাজারে ২৬২ জন, রাঙামাটিতে ৬০ জন, খাগড়াছড়িতে ১০৪ জন ও বান্দরবানে ৬১ জন পরীক্ষার্থী অংশ নেননি।
মোট পরীক্ষার্থীর মধ্যে ৬৮ হাজার ২২৫ জন ছাত্র ও ৮১ হাজার ৪৮৭ জন ছাত্রী। গত বছর এ সংখ্যা ছিল এক লাখ ৬১ হাজার ১২২ জন।