১২ বছর বয়সী শিশুটি একটি রেস্তোরাঁয় বাসন ধোয়ার কাজ করত। আর গ্রেপ্তার জাহেদ সেখানে বয়ের কাজ করতেন।
Published : 21 Feb 2024, 01:31 PM
চট্টগ্রামে লোহার শিক দিয়ে শিশুর পায়ুপথে আঘাতের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নগরীর আসকার দীঘির পাড় এলাকা থেকে জাহেদ উল্লাহ বিন খালেদ নামের ৪২ বছর বয়সী ওই ব্যক্তিকে গ্রেপ্তার কর হয়।
খুলশী থানার ওসি শেখ মো. নেয়ামত উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আহত ১২ বছর বয়সী শিশুটি লালখান বাজার এলাকার ‘বিরিয়ানী এক্সপ্রেস’ নামে একটি রেস্তোরাঁয় বাসন ধোয়ার কাজ করত। আর গ্রেপ্তার জাহেদ সেখানে বয়ের কাজ করতেন।
“গত ১২ ফেব্রুয়ারি রাতে শিশুটি এক জায়গায় বসে দাঁতে নখ কামড়াচ্ছিল। এসময় জাহেদ শিশুটিকে গালিগালাজ করতে থাকে এবং এক পর্যায়ে হাতে থাকা লোহার শিক দিয়ে তার পায়ুপথে আঘাত করে।”
ওসি জানান, শিশুটির মা ভিক্ষা করেন, আর্থিক অস্বচ্ছলতার কারণে ছেলেকে তিনি তিন হাজার টাকা বেতনে রেস্তোরাঁর কাজে দিয়েছিলেন। ওই ঘটনার পর শিশুটির মা থানায় মামলা করেন।
ঘটনার পরপর জাহেদ পালিয়ে যান। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আসকার দীঘির পাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান ওসি।