“সজীব দর্জির দোকান থেকে কাঁচি এনে নুরুল হককে আঘাত করেন।”
Published : 25 Mar 2025, 12:51 AM
চট্টগ্রামের লোহাগাড়ায় এক পল্লী চিকিৎসককে কাপড় কাটার কাঁচির আঘাতে হত্যা করা হয়েছে।
সোমবার উপজেলার কলাউজান ইউনিয়নের কানুরাম বাজারে এ হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নিহত পল্লী চিকিৎসকের নাম নুরুল হক, বয়স ৫৫ বছর। ঘটনার পর স্থানীয় লোকজন সজীব বড়ুয়া (৩৬) নামে একজনকে পুলিশে দিয়েছে।
লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সজীব দর্জির দোকান থেকে কাঁচি এনে নুরুল হককে আঘাত করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
ওসি বলেন, “ঘটনার পর স্থানীয় লোকজন সজীবকে আটকে পিটুনি দিয়েছে। আমরা লাশ উদ্ধার করে সজীবকে হেফাজতে নিয়ে আসি।
কী কারণে এ হত্যাকাণ্ড, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওসি।