নতুন নামকরণের বিষয়ে বুধবার প্রজ্ঞাপন জারি করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।
Published : 02 Jan 2025, 11:40 PM
চট্টগ্রামের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের নাম পরিবর্তন করে ‘শহীদ ওয়াসিম আকরাম উড়াল সড়ক’ করার সিদ্ধান্ত হয়েছে।
২০২৪ সালের জুলাই-অগাস্টের ছাত্র জনতার অভুত্থ্যানের ‘প্রথম শহীদ’ চট্টগ্রাম কলেজের ছাত্র ওয়াসিম আকরাম।
বুধবার নামকরণ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের পরিকল্পনা শাখা-১।
এতে বলা হয়, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) ‘চট্টগ্রাম শহরের লালখান বাজার হতে শাহ আমানত বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ’ শীর্ষক প্রকল্প বাস্তবায়ন করছে। এর আওতায় পতেঙ্গা থেকে ওয়াসা পর্যন্ত নির্মিত এলিভেটেড এক্সপ্রেসওয়ের নাম পরিবর্তন করা হয়েছে। ‘মেয়র মহিউদ্দিন চৌধুরী সিডিএ ফ্লাইওভারের’ পরিবর্তে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামের নামে উড়াল সড়কের নামকরণ করা হল।
অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় নগরীর লালখান বাজার থেকে পতেঙ্গা পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়েটির নামকরণ করা হয়েছিল প্রয়াত আওয়ামী লীগ নেতা এ বি এম মহিউদ্দিন চৌধুরীর নামে।
তখন নাম দেওয়া হয়েছিল, ‘মেয়র মহিউদ্দিন চৌধুরী সিডিএ ফ্লাইওভার’।
শুক্রবার সকালে এই এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায় উদ্বোধন করার কথা গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খানের।
নাম বদলের বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষের (সিডিএ) বোর্ড সদস্য ও জ্যেষ্ঠ সাংবাদিক জাহিদুল করিম কচি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চট্টগ্রামে প্রথম আত্মাহুতি দানকারী শহীদ ওয়াসিম আকরামের নামে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নামকরণের সিদ্ধান্ত প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে অনুমোদন হয়েছে।”
তিনি বলেন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা শুক্রবার সকালে টোল প্লাজার উদ্বোধন করবেন। তিনি নতুন নামকরণের বিষয়টি ঘোষণা করবেন।
১৬ জুলাই চট্টগ্রাম নগরীর ষোলশহর থেকে মুরাদপুর এলাকা পর্যন্ত কোটাবিরোধী শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষে তিনজন নিহত হন।
তাদের মধ্যে নিহত ওয়াসিম আকরাম ছিলেন চট্টগ্রাম কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্র। তার বাড়ি কক্সবাজারের পেকুয়া উপজেলায়। ওয়াসিম চট্টগ্রাম কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।
পুরনো খবর:
কোটা আন্দোলন: চট্টগ্রামে সংঘর্ষের মধ্যে নিহত ৩