নতুন এ তিন শাবক নিয়ে চট্টগ্রামের চিড়িয়াখানায় বাঘের সংখ্যা হল ১৭টি।
Published : 24 Feb 2024, 07:19 PM
চট্টগ্রাম চিড়িয়াখানার বাঘ ‘জো বাইডেন’ ও বাঘিনী ‘জয়া’র ঘরে জন্ম নিয়েছে তিনটি শাবক।
নতুন এই তিন শাবক নিয়ে চট্টগ্রামের চিড়িয়াখানায় বাঘের সংখ্যা হল ১৭টি।
আগের ১৪টির মধ্যে চারটি বাঘ ও ১০টি বাঘিনী, যাদের সবই চট্টগ্রাম চিড়িয়াখানাতে জন্ম।
চিড়িয়াখানার কিউরেটর শাহাদাত হোসেন শুভ জানান, শুক্রবার সন্ধ্যায় শাবক তিনটির জন্ম হয়। এখনও তাদের লিঙ্গ নির্ধারণ করা যায়নি।
বাঘিনী ‘জয়া’ ২০১৮ সালে এ চিড়িয়াখানাতেই জন্ম নেয়। দুই বছর পর মা এটিকে ‘পরিত্যক্ত’ করলে তা চিড়িয়াখানা কর্তৃপক্ষের তত্বাবধানে বড় হয় জানিয়ে তিনি বলেন, প্রাপ্তবয়স্ক হওয়ার পর এই প্রথম সে নিজের পরিবার তৈরি করল।
'জয়ার' সঙ্গী ‘জো বাইডেনের’ জন্মও এ চিড়িয়াখানাতে ২০২০ সালে।
মা বাঘ ছেড়ে যাওয়ার পর এ শাবককেও এক বছর লালন-পালনের পর বিশেষ প্রক্রিয়ায় খাঁচার অন্যান্য বাঘের পরিবারের বেড়ে ওঠার সুযোগ করে দেওয়ার তথ্য দেন কিউরেটর।
মানুষের লালন-পালন এবং বাঘের পরিবারের সঙ্গে এক হয়ে বংশবিস্তার করার এ ঘটনা বিরল মন্তব্য করে তিনি বলেন, এর কৃতিত্ব পুরুষ বাঘ ‘জো বাইডেনের’।
প্যারিস জলবায়ু পরিবর্তন চুক্তিতে সই করায় আমেরিকার প্রেসিডেন্ট এর সম্মানার্থে বাঘটির নাম রাখা হয়েছিল ‘জো বাইডেন’।
চট্টগ্রাম চিড়িয়াখানায় জন্ম নেওয়া বাঘের সংখ্যা বেড়ে যাওয়ায় ২০২৩ সালে দুটি বাঘ দিয়ে প্রাণী বিনিময়ের আওতায় ঢাকা থেকে এক জোড়া জলহস্তী আনা হয়েছিল।