সুবর্ণ এক্সপ্রেসের ভাড়া এখন সোনার বাংলার সমান হল।
Published : 23 Jan 2023, 06:27 PM
চট্টগ্রাম-ঢাকা রুটের বিরতিহীন ট্রেন ‘সুবর্ণ এক্সপ্রেস’ বর্ধিত ভাড়ায় বুধবার থেকে চলাচল করবে।
সুবর্ণ এক্সপ্রেসের শোভন চেয়ারের (নন এসি) টিকেটের দাম ৩৮০ টাকা থেকে হয়েছে ৪০৫ টাকা; আর স্নিগ্ধার (এসি) টিকেটের দাম ৭২৫ থেকে বাড়িয়ে করা হয়েছে ৮০৫ টাকা।
এই রুটে চলাচলরত বিরতিহীন আরেক ট্রেন সোনার বাংলা এক্সপ্রেসের সঙ্গে ভাড়া সমন্বয় করতেই এই সিদ্ধান্ত বলে রেল কর্মকর্তাদের ভাষ্য।
সোনার বাংলা এক্সপ্রেসের শোভন চেয়ারের দাম শুরু থেকেই ৪০৫ টাকা এবং স্নিগ্ধার টিকেটের দাম ৮০৫ টাকা রয়েছে।
রেলওয়ে মহাপরিচালকের কার্যালয় থেকে দেওয়া চিঠির পরিপ্রেক্ষিতে সুবর্ণ এক্সপ্রেসের বর্ধিত ভাড়া কার্যকর করা হয়েছে। সে অনুযায়ী গত শনিবার থেকে বর্ধিত ভাড়ায় টিকেট বিক্রি শুরু হয়।
পূর্ব রেলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা ইতি ধর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী সোনার বাংলা এক্সপ্রেসের ভাড়া বেশি ছিল। এ রুটে চলাচল করা সুবর্ণ এক্সপ্রেসের ভাড়া কম হওয়ায় সমন্বয় করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
বিরতিহীন সুবর্ণ এক্সপ্রেস সপ্তাহের সোমবার ছাড়া প্রতিদিন সকাল ৭টায় চট্টগ্রাম ছেড়ে ঢাকা পৌঁছায় দুপুর সাড়ে ১২টায়। আর ঢাকা থেকে বিকাল সাড়ে ৪টায় ছেড়ে চট্টগ্রাম পৌঁছায় রাত ৯টা ৫০ মিনিটে।