রায় ঘোষণার আগে থেকেই তিনি পলাতক।
Published : 29 Feb 2024, 09:33 PM
ফুসলিয়ে ১১ বছরের এক শিশুকে যৌন নির্যাতনের ঘটনায় চট্টগ্রামে এক দোকানদারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৫ এর বিচারক মো. ওসমান গণি এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত মোহাম্মদ নাছের নগরীর চান্দগাঁও মালিপাড়া এলাকার একজন মুদি দোকানি। রায় ঘোষণার আগে থেকেই তিনি পলাতক।
রাষ্ট্রপক্ষের আইনজীবী হাবিবুর রহমান আজাদ বলেন, ছেলে শিশুটিকে যৌন নির্যাতনের অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক যাবজ্জীবন দণ্ডের সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের দণ্ডাদেশ দিয়েছেন আদালত।
এজাহার থেকে জানা গেছে, ২০১৮ সালের ১৪ অগাস্ট রাতে নগরীর চান্দগাঁও মালিপাড়া এলাকায় ওই বয়সী শিশু পান আনতে দোকানে যায়। তখন দোকানদার নাছের তাকে ফুসলিয়ে পাশের ঘরে নিয়ে গিয়ে যৌন নির্যাতন করে।
এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে চান্দগাঁও থানায় মামলা করেন। পরে আসামির বিরুদ্ধে ২০১৯ সালের ১৮ জুন অভিযোগ গঠন করা হয়। সাতজনের সাক্ষ্য শেষে বৃহস্পতিবার আদালত রায় ঘোষণা করেন।