তার গলা ও হাতে জখমের চিহ্ন আছে।
Published : 08 Apr 2025, 05:37 PM
চট্টগ্রামের পটিয়ায় সড়কের পাশে ক্ষেত থেকে এ ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নের উত্তর ছনহরা ভট্টচার্য্য সড়কে খালের বেড়িবাধের কাছে সবজি ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
উদ্ধার করা লাশটি নুরুল ইসলাম (৫২) নামে স্থানীয় এক বাসিন্দার।
পটিয়া থানার ওসি আবু জায়েদ মো. নাজমুর নূর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উদ্ধার করা লাশটির গলা এবং হাতে জখমের চিহ্ন আছে। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় তদন্ত করা হচ্ছে বলে জানান ওসি।