আসামিদের যোগসাজশে এইচএসসির ফল জালিয়াতির অভিযোগ করা হয়েছে মামলায়।
Published : 21 Jan 2025, 10:37 PM
প্রতারণা করে সন্তানের এইচএসসির ফল জালিয়াতির অভিযোগে ছেলেসহ মামলার আসামি হয়েছেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক সচিব অধ্যাপক নারায়ণ চন্দ্র নাথ।
এতে বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মুস্তফা কামরুল আনোয়ার ও সাবেক সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট কিবরিয়া মাসুদ খানকে আসামি করা হয়েছে।
মঙ্গলবার নগরীর পাঁচলাইশ থানায় এ মামলা হওয়ার তথ্য দিয়েছেন ওসি মোহাম্মদ সোলায়মান।
নারায়ণের ছেলে নক্ষত্র দেবনাথের ফল জালিয়াতির ঘটনা সামনে এলে তদন্তে নেমে সেটির প্রমাণ পায় শিক্ষা বোর্ড। পরে ওই ফল বাতিল করা হয়।
পরস্পরের যোগসাজশে এইচএসসি পরীক্ষার ফলাফল জালিয়াতির অভিযোগে বোর্ডের বর্তমান সচিব অধ্যাপক এ কে এম সামছু উদ্দিন আজাদ এ মামলা করেছেন বলে ওসি জানান।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অঞ্চল চট্টগ্রামের পরিচালক থাকাবস্থায় অধ্যাপক নারায়ণকে ওএসডি করা হয়। তিনি চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সচিব ও পরীক্ষা নিয়ন্ত্রকও ছিলেন।
সচিব থাকাকালে ২০২৩ সালের এইচএসসি পরীক্ষায় নগরীর একটি বেসরকারি কলেজ থেকে অংশ নেন তার ছেলে নক্ষত্র দেব নাথ। পরে তার ছেলের জিপিএ-৫ প্রাপ্তি নিয়ে প্রশ্ন তোলেন কয়েকজন শিক্ষক। এ নিয়ে আলোচনার মধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি তদন্ত কমিটি করে দেওয়া হয়।
কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ২০২৪ সালের ২৪ অক্টোবর চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পক্ষ থেকে নক্ষত্র দেবের ফলাফল বাতিল করা হয়। সেসময় তদন্ত কমিটি নারায়ণের বিরুদ্ধে ফৌজদারি মামলাও পরামর্শও দিয়েছিল।
আরও পড়ুন-