শিক্ষা মন্ত্রনালয় গঠিত তদন্ত কমিটি ফলাফল জালিয়াতির প্রমাণ পেয়ে তা বাতিলের আদেশ দিয়েছিল।
Published : 24 Oct 2024, 08:14 PM
ফলাফল জালিয়াতির প্রমাণ পাওয়ায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক সচিব অধ্যাপক নারায়ণ চন্দ্র নাথের ছেলের এইচএসসি পরীক্ষার ফলাফল বাতিল করা হয়েছে।
বৃহস্পতিবার বোর্ডের শৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ফল বাতিল হওয়ায় তার সনদ এখন এমনিতেই বাতিল হয়ে যাবে বলে জানিয়েছেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এ এম এম মুজিবুর রহমান।
তিনি বলেছেন, শিক্ষা মন্ত্রনালয়ের তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রতিবেদনে নারায়ণ চন্দ্রের ছেলের ফল জালিয়াতির প্রমাণ পাওয়া গেছে।
অধ্যাপক নারায়ণ চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক এবং পরে সচিবের দায়িত্বে ছিলেন।
শিক্ষা বোর্ডের সচিব থাকাকালে ২০২৩ সালে অনুষ্ঠিত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় চট্টগ্রামের একটি বেসরকারি কলেজ থেকে পরীক্ষায় অংশ নেন তার ছেলে নক্ষত্র দেব নাথ। পরে তার জিপিএ-৫ পাওয়া নিয়ে প্রশ্ন তোলেন কয়েকজন শিক্ষক।
এ নিয়ে নানা ধরনের আলোচনার মধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে তদন্ত কমিটি গঠন করা হয়।
গত ১৫ সেপ্টেম্বর তদন্ত কমিটি নক্ষত্র দেব নাথের ফলাফল জালিয়াতির বিষয়টি প্রমাণ পেয়ে ফলাফল বাতিলের আদেশ দেয়। পাশাপাশি অধ্যাপক নারায়ণের বিরুদ্ধে ফৌজদারি মামলা করার পরামর্শ দেওয়া হয়।
এ বিষয়ে বক্তব্য জানতে অধ্যাপক নারায়ণের মোবাইল ফোনে কল করা হলেও সেটির সংযোগ পাওয়া যায়নি।