চট্টগ্রামের ‘জমির বিরোধে’ কলেজছাত্র আলমগীর সালাম ইমনের খুনের ঘটনার বিচার দাবিতে মানববন্ধন করেছে তার সহপাঠিরা।
Published : 29 May 2021, 07:12 PM
শনিবার দুপুরে সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের শিক্ষার্থীরা কলেজের মূল ফটকের সামনে এই কর্মসূচি পালন করে।
এই কর্মসূচি থেকে হত্যা মামলার মূল আসামি গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানায় ইমনের বোন তানভীর সালাম ও ইমনের সহপাঠীরা।
মঙ্গলবার রাতে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পূর্ব চর খিজিরপুর গ্রামের আব্দুর সালামের ছেলে ইমনকে (২৪) পিটিয়ে হত্যা করা হয়। তিনি সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী।
পরদিন বুধবার বোয়ালখালী থানার ওসি আব্দুল করিম জানান, ইমনদের পরিবারের সঙ্গে জমি নিয়ে স্থানীয় খোরশেদ নামের একজনের জমি নিয়ে বিরোধ ছিল। এর জেরে ইমনকে পিটিয়ে মারা হয়।
শনিবারের কর্মসূচিতে ইমনের বোন ও হত্যা মামলার বাদী তানভীর সালাম বলেন, “আমরা এক ভাই ও এক বোন। আমার মা অসুস্থ, প্যারালাইসড। খোরশেদ আমার বাবাকে বৃদ্ধ পেয়ে বারবার বিভিন্নভাবে হয়রানি করে আসছিল।
“গত মঙ্গলবার রাতে পূর্ব পরিকল্পিতভাবে আমার ভাইকে হত্যা করেছে। মামলার প্রধান আসামি খোরশেদ আলমসহ সকল আসামিদের অতিদ্রুত গ্রেফতার করে সবার ফাঁসির দাবি জানাচ্ছি।”
জমির বিরোধের বিষয়ে তানভীর সালাম বলেন, “আমরা ২০-২৫ বছর আগে যে জমি কিনেছি, চার মাস আগে সেখানে তারপাশে খোরশেদ জমি কেনে। অল্প জমি কিনে পুরোটাই সে তার বলে দাবি করে দখল করে নিতে চেয়েছিল। এজন্য আমার ভাইকে মেরে ফেলেছে।
“মাঝরাতে ৭০/৮০ জন বহিরাগত সন্ত্রাসী নিয়ে বিরোধপূর্ণ জমিতে দেয়াল নির্মাণ শুরু করলে এলাকাবাসীর প্রতিরোধের মুখে তারা ফিরে যায় এবং পরে বাড়ির পাশের রাস্তায় ইমনকে পেয়ে ধরে নিয়ে যায়। কিছু দূর নিয়ে ইমনকে অমানুষিক নির্যাতন করে ও পিটিয়ে হত্যা করে রাস্তায় ফেলে রেখে যায় তারা।”
ওই বিরোধ পূর্ণ জমি নিয়ে থানায় একাধিকবার বৈঠক হলেও কোনো সমাধান হয়নি বলে জানান তিনি।
এ ঘটনায় তানভীর সালামের করা মামলায় খোরশেদ আলমসহ ১৮ জনকে আসামি করা হয়েছে। তবে ঘটনার পর থেকে খোরশেদ পলাতক।
মহসিন কলেজ ছাত্রলীগ নেতা মায়মুন উদ্দীম মামুনের সঞ্চালনায় ও আনোয়ার হোসেন পলাশের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহামুদুল করিম প্রমুখ।