পূর্ণাঙ্গ ক্যান্সার ইউনিট হচ্ছে চট্টগ্রাম মেডিকেলে: নওফেল
চট্টগ্রাম ব্যুরো,
Published: 10 Jan 2021 02:32 PM BdST Updated: 10 Jan 2021 02:32 PM BdST
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পূর্ণাঙ্গ ক্যান্সার ইউনিট নির্মাণ প্রক্রিয়াধীন এবং বিশেষায়িত বার্ন ইউনিট স্থাপনের সম্ভাব্যতা যাচাই চলছে বলে জানিয়েছেন হাসপাতালটির ব্যবস্থাপনা কমিটির সভাপতি মহিবুল হাসান চৌধুরী নওফেল।
নগরীর চশমা হিলের বাসভবনে রোববার হাসপাতালের নার্সিং অ্যাসোসিয়েশন, বিভিন্ন বিভাগের কর্মকর্তা, তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী সমিতির নেতাদের সঙ্গে মতবিনিময়ে তিনি এসব বিষয়ে জানান।
চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য শিক্ষা উপমন্ত্রী নওফেল বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা চমেক হাসপাতালকে আধুনিক হাসপাতাল হিসেবে রূপান্তর করতে কাজ করছেন। যার অংশ হিসেবে এই হাসপাতালে বিশেষায়িত পূর্ণাঙ্গ ক্যান্সার ইউনিট নির্মাণ প্রক্রিয়াধীন এবং বিশেষায়িত বার্ন ইউনিট সম্ভাব্যতা যাচাই চলছে।

চট্টগ্রামে ক্যান্সার চিকিৎসায় কোনো বিশেষায়িত হাসপাতাল নেই। চট্টগ্রাম মেডিকেলে ২৬ শয্যার একটি বার্ন ইউনিট থাকলেও সেখানে আইসিইউ নেই, আছে জনবলের ঘাটতি।
শিক্ষা উপমন্ত্রী মহামারীর শুরু থেকে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসা সেবায় জড়িতদের সমন্বিত প্রচেষ্টায় আক্রান্তদের সেবা দেওয়ায় সবাইকে ধন্যবাদ জানান।
তিনি নেতাদের কাছ থেকে বিভিন্ন সমস্যার কথা শুনে সেসব সমাধানের আশ্বাস দেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবিরের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা সেলিম আকতার চৌধুরী, হাসপাতালের উপ-পরিচালক আফতাবুল ইসলাম, সহকারী পরিচালক রাজীব পালিত, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য এইচ এম জিয়া উদ্দিন, বাংলাদেশ নার্সিং অ্যাসোসিয়েশন (বিএনএ) চট্টগ্রাম মেডিকেল শাখার সভাপতি আশু চৌধুরী, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আখন্দ, তৃতীয় শ্রেণি কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মঈন উদ্দিন আহমেদ, চতুর্থ শ্রেণির কর্মচারী সমিতির সভাপতি আব্দুল মতিন মানিক প্রমুখ।
-
নির্বাচনী সংঘাত: তিন মামলায় আসামি বিএনপির শতাধিক কর্মী
-
চট্টগ্রামে অস্ত্র ও গুলিসহ দুইজন গ্রেপ্তার
-
চট্টগ্রামে রাতে ফের আ. লীগ- বিএনপি সংঘর্ষ
-
চট্টগ্রামের বিদ্রোহীদের বিরুদ্ধে ব্যবস্থা দুয়েক দিনের মধ্যে: হানিফ
-
চট্টগ্রামে ভোটের প্রচারে গিয়ে আ. লীগ-বিএনপির সংঘর্ষ
-
মহামারীর মধ্যে চট্টগ্রামে ‘বেকার ২২ হাজার পোশাক শ্রমিক’
-
তারেক সোলেমানের বাড়িতে হানিফ-নওফেল
-
মারুফ হত্যা: চার আসামির আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
- ভারতের সেরাম ইনস্টিটিউটে অগ্নিকাণ্ডে ৫ জনের মৃত্যু
- ইতিহাসের সর্বোচ্চ গোলের মালিক এখন শুধুই রোনালদো
- তৃতীয় সারির দলের বিপক্ষে হেরে বিদায় রিয়ালের
- ৪৪ বছর বয়সে মাঠে ফিরে দিলশানের চমক
- তামিমকে ১ বছর পর বিচার করতে বললেন সাকিব
- এমন অভিষেক আগে দেখেনি কেউ
- বাইডেনের জন্য ট্রাম্পের চিঠি
- অভিষেকে ছক্কার ঝড়ে গুরবাজের বিশ্ব রেকর্ড
- ‘আসল দল আসছে’ ভারতকে পিটারসেনের হুঁশিয়ারি
- রেকর্ড গড়া অভিষেকেও আকিল হোসেনের আক্ষেপ