রাত ২টা থেকে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে শুরু করে।
Published : 21 Aug 2024, 02:15 PM
মদুনাঘাটে সাবস্টেশনে সঞ্চালন লাইনে ত্রুটির কারণে বুধবার রাতে ঘণ্টাখানেট বিদ্যুৎহীন ছিল চট্টগ্রামের বিভিন্ন এলাকা।
বুধবার রাত ১টার দিকে নগরী ও জেলার বেশিরভাগ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ওই সময় বিদ্যুৎ না থাকার বিষয়টি সোশাল মিডিয়ায় জানাতে শুরু করেন অনেকেই।
পরে রাত ২টা থেকে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে শুরু করে।
পিডিবি চট্টগ্রাম অঞ্চলের প্রধান প্রকৌশলী হুায়ুন কবির মজুমদার বলেন, “ মদুনাঘাট ৪০০ কেভি নতুন সাব স্টেশনে লাইনে সমস্য দেখা দেয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। ত্রুটি সারানোর পর সরবরাহ স্বাভাবিক হতে শুরু করে।”
ক্রুটির কারণ জানতে চাইলে তিনি বলেন, “সাবস্টেশনটি পিজিসিবির (পাওয়ার গ্রিড বাংলাদেশ) অধীনে। তারাই বলতে পারবে।”
এ ব্যাপারে পিজিসিবির কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগে চেষ্টা করা হলে কেউ সাড়া দেননি।