লাগেজে মোবাইল অ্যাডাপ্টর এবং এয়ারপডের ভেতর হাতঘড়ির চেইনের মতো করে রাখা সোনাগুলো রাখা ছিল।
Published : 07 Apr 2025, 06:48 PM
সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে চট্টগ্রাম শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দরে আসা যাত্রীর লাগেজ তল্লাশী করে কোটি টাকার সোনা পাওয়া গেছে।
সোমবার সকালে বিমানবন্দর কর্তৃপক্ষ, কাস্টমস কর্তৃপক্ষ এবং এনএসআই এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে আসা মোকসুদ আলমের ব্যাগ তল্লাশী এসব সোনা জব্দ করে।
সোনা ওই যাত্রীর লাগেজের হ্যান্ডেলে বিশেষ কায়দায় রাখা ছিল।
মোকসুদ আলমের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ায়।
শাহ আমানত বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম খলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই যাত্রী বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় আচরণ সন্দেহজনক হওয়ায় তার লাগেজগুলো তল্লাশী করা হয়।
“লাগেজে মোবাইল অ্যাডাপ্টর এবং এয়ারপডের ভেতর হাতঘড়ির চেইনের মতো করে রাখা সোনাগুলো রাখা ছিল।”
এছাড়া লাগেজ থেকে সোনার চুরি, আংটি, চেইনও পাওয়া যায় উল্লেখ করে তিনি বলেন, জব্দ করা সোনার মোট ওজন ৯১০ গ্রাম, যার বর্তমান বজারমূল্য এক কোটি সাত লাখ ৬১ হাজার ৬৬০ টাকা।
ওই যাত্রী কোনো পূর্ব ঘোষণা ছাড়াই এসব সোনা এনেছেন দাবি করে ইব্রাহীম খলিল বলেন, এসব সোনা চোরাচালানের উদ্দেশ্যে আনা হয়েছে এবং এ ব্যাপারে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে।