দুইপক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ হয়।
Published : 06 Jan 2025, 08:51 PM
মীরসরাইয়ের জোরারগঞ্জে ঠিকাদারি কাজ নিয়ে দ্বন্দ্বের জেরে বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হওয়ার তথ্য দিয়েছে পুলিশ।
সোমবার বেলা সাড়ে ১২টার দিকে জোরারগঞ্জ থানাধীন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের গেইটের সামনে স্থানীয় বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে এ ঘটনা ঘটে।
স্থানীয় কয়েকজন সাংবাদিক বলেন, জোরারগঞ্জ বাজার সংলগ্ন প্রকৌশল কলেজটির বিজ্ঞানাগার নির্মাণের বালু ভরাটের ঠিকাদারি কাজ নিয়ে দ্বন্দ্বের জেরে দুইপক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ হয়। স্থানীয় জেএস এন্টারপ্রাইজ ওই বিজ্ঞানাগারের বালু সরবরাহের দায়িত্ব পায়।
প্রত্যক্ষদর্শীদের বরাতে তারা বলেন, সোমবার ঠিকাদার প্রতিষ্ঠান বালু নিয়ে গেলে সেখানে স্থানীয় জামায়াতের কর্মীরা বাধা দেয়, যা পরে সংঘর্ষে গড়ায়।
জোরারগঞ্জ থানার ওসি এ টি এম শিফাতুল মাজদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা ১২টার দিকে কলেজ গেইটের সামনে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা জানতে পেরে পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় তিনজন আহত হওয়ার সংবাদ পাবার কথা তুলে ধরে তিনি বলেন, এখনও কোনো পক্ষ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে জোরারগঞ্জ থানা জামায়াতে ইসলামীর আমির নুরুল হুদা হামিদী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বালু সরবরাহ নিয়ে জামাল ও বিএনপির কিছু লোকের মধ্যে সমস্যা হয়েছে। ঠিকাদারি কাজের সঙ্গে রাজনীতি যুক্ত করা ঠিক না।
বালু সরবরাহের দায়িত্ব পাওয়া জামাল নামে ওই ব্যক্তি তাদের কর্মী বলে জানান তিনি।
জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মাসুকুল আলম সোহানকে মোবাইলে একাধিকবার ফোন করেও তার বক্তব্য পাওয়া যায়নি।