রথযাত্রার দিন বিকল্প সড়কে চলাচল করার জন্য নগর পুলিশের ট্রাফিক বিভাগের পক্ষ থেকে অনুরোধও জানানো হয়েছে।
Published : 05 Jul 2024, 04:56 PM
সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন সড়কে যানবাহন চলাচলে নিয়ন্ত্রণ করা হবে রোববার।
নগরীর ট্রাফিক বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রথযাত্রার সুষ্ঠু চলাচলের জন্য রোববার দুপুর ২টা থেকে বিভিন্ন সড়কে যানবাহন চলাচল এবং ডাইভারশন সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম নগরীর তিনটি বড় রথযাত্রা অনুষ্ঠিত হবে প্রবর্ত্তক, নন্দন কানন ইসকন মন্দির ও তুলশী ধাম থেকে।
ট্রাফিক বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শ্রী শ্রী তুলশীধামের রথযাত্রাটি নন্দনকানন বোস ব্রাদার্স থেকে রাইফেল ক্লাব, আমতল, নিউ মার্কেট হয়ে, জিপিও, কোতোয়ালী মোড়, কোর্ট বিল্ডিং, লালদিঘি উত্তর পাড়, বক্সির বিট, আন্দরকিল্লা জেএমসেন হল, চেরাগী পাহাড়, জামালখান মোড়, সার্সন রোড, কাজীর দেউড়ী, নেভাল এভিনিউ, লাভ লেইন, বৌদ্ধ মন্দির থেকে নন্দন কাননের ১ নম্বর গলির সামনে দিয়ে পুনরায় তুলশীধামে গিয়ে শেষ হবে।
শ্রী শ্রী রাধামাধব মন্দিরের (নন্দনকানন ইসকন) রথযাত্রাটি ডিসি হিলের সামনে নন্দনকানন নম্বর গলি থেকে শুরু হয়ে, বৌদ্ধ মন্দির, হেমসেন লেইন, চেরাগী পাহাড়, জেএমসেন হল, আন্দরকিল্লা;, বক্সির বিট, লালদিঘির উত্তর পাড়, সোনালী ব্যাংক, কোতোয়ালী মোড়, জিপিও গ্যাপ, নিউ মার্কেট মোড়, আমতল, রাইফেল ক্লাব,পুলিশ প্লাজা (বোস ব্রাদার্স) হয়ে নন্দনকানন ১ নম্বর গলিতে এসে শেষ হবে।
আর আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের (প্রবর্ত্তক ইসকন) রথযাত্রাটি প্রবর্ত্তক মোড় ইসকন মন্দির থেকে শুরু হয়ে, গোলপাহাড় মোড়, চট্টেশ্বরী মোড়, আলমাস, কাজীর দেউড়ী হয়ে আসকার দিঘির উত্তরপাড়, সার্সন রোডের মাথা, জামালখান মোড় (খাস্তগীর স্কুল), প্রেস ক্লাব, চেরাগী পাহাড়, জেএম সেন হল, আন্দরকিল্লা, বক্সির বিট, লালদিঘির উত্তর পাড়, সোনালী ব্যাংক, কোতোয়ালী মোড়, নিউ মার্কেট, আমতল, রাইফেল ক্লাব, সিনেমা প্যালেস হয়ে হাজারী গলিতে (কেসি দে রোড) গিয়ে শেষ হবে।
বিজ্ঞপ্তি আরো বলা হয়েছে, রথযাত্রা সুষ্ঠুভাবে শেষ করতে রোববার বেলা ২টা থেকে চট্টেশ্বরী মোড়, ওয়াসা মোড়, স্টেডিয়াম গোল চত্বর (রেডিসন ব্লু), নেভাল মোড়, নুর আহাম্মদ সড়কের মাথা (লাভ লেইন মোড়), এনায়েতবাজার মোড়, তিনপোলের মাথা, নিউমার্কেট, জিপিও (আলকরণ রোডের মুখ) কোতোয়ালীর মোড়, লালদিঘির উত্তরপাড়, আন্দরকিল্লা মোড়, গুডস হিল মুখ, গণি বেকারি, সার্সন রোডের মুখে রোড ব্লক স্থাপন করে ডাইভারশন দেওয়া হবে।
এ সড়কগুলোতে রথযাত্রার জন্য সব ধরনের যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করার কথা জানানো হয়।
রথযাত্রা চলার সময় এই এলাকার সড়কগুলো এড়িয়ে বিকল্প সড়ক ব্যবহারের জন্য চালক ও যাত্রীদের চট্টগ্রাম নগর পুলিশের ট্রাফিক দক্ষিণ বিভাগের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।