বাড়ির অদূরে একটি এলাকা থেকে আসার পথে কিছু ব্যক্তি তাকে কুপিয়ে চলে যায়, স্থানীয়দের বরাতে বলছে পুলিশ।
Published : 11 Apr 2025, 12:48 AM
চট্টগ্রামের সীতাকুণ্ডে যুবলীগের এক কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যার দিকে উপজেলার মুরাদপুর ইউনিয়নের গুপ্তাখালী বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর।
নিহত মুসলিম উদ্দিন (৩৮) স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু তাহের বলির ছেলে।
পুলিশ কর্মকর্তা মো. আলমগীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মুসলিম তার বাড়ির অদূরে একটি এলাকা থেকে আসার পথে কিছু ব্যক্তি তাকে কুপিয়ে চলে যায়। প্রথমে তাকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
তিনি বলেন, নিহত মুসলিম উদ্দিন যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
এ ঘটনায় জড়িতদের পরিচয় জানার চেষ্টা চলছে। আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরুর তথ্য দিনে তিনি।