এবার উৎসব উৎসর্গ করা হয় জুলাই গণ-অভুত্থানের শহীদদের স্মৃতির উদ্দেশ্যে।
Published : 10 Jan 2025, 09:35 PM
চট্টগ্রামের জামালখানে দিনব্যাপী ‘ষষ্ঠ বই বিনিময় উৎসবে’ ২২ হাজারের বেশি বই বিনিময় হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।
‘বই নয় জ্ঞানের বিনিময়’ স্লোগানে শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ষষ্ঠবারের মত এ উৎসবের আয়োজন করে স্টোরি টেলিং প্ল্যাটফর্ম ‘ফেইলড ক্যামরা স্টোরিজ’।
এবারের উৎসবটি উৎসর্গ করা হয় জুলাই গণ-অভুত্থানের শহীদদের স্মৃতির উদ্দেশ্যে। সেজন্য স্টলগুলোর নামকরণ হয় জুলাই অভুত্থানের শহীদদের নামে।
নগরীর জামালখান মোড়ে ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের ফুটপাত ও বিপরীত পাশের ফুটপাতে হয় পুরো আয়োজন।
সকালে এ উৎসবের উদ্বোধনকালে দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক বলেন, “নতুন প্রজন্ম যত বেশি পড়বে, তত তাদের জ্ঞানের প্রতি তৃষ্ণা বাড়বে। জানতে হলে পড়তে হবে।”
উৎসবে শিশুতোষ ও ম্যাগাজিন, রাজনীতি, আত্মজীবনী ও ইতিহাস, একাডেমিক, সমগ্র, কথা সাহিত্য (ক) ও (খ), ক্যারিয়ার ও বিজ্ঞান, হুমায়ুন আহমেদ, কবিতা, প্রবন্ধ এবং অন্যান্য ধর্মতত্ত্ব ও দর্শনের বিভিন্ন ধরনের বই বিনিময় হয়।
বিকেলে উৎসবে বই বিনিময় করতে আসা কলেজ শিক্ষার্থী মো. ইব্রাহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি সাতটি বই নিয়ে এসেছি। সেগুলো আমার পড়া হয়ে গেছে। এখন বইগুলো জমা দিয়ে কার্ড নিয়েছি। এবার পছন্দের বই খুঁজে নিচ্ছি।”
শীতের সকালে উদ্বোধনের সময় বই বিনিময়ে আসা লোকজনের উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে বাড়তে থাকতে অংশগ্রহণকারীর সংখ্যা। তাদের বেশিরভাগই ছিলেন শিক্ষার্থী।
বই উৎসবে বাবার সাথে এসেছিলেন আরেক শিক্ষার্থী সামান্থা ইসলাম। তিনি বলেন, “বই বিনিময়ের সুযোগটা ভালো। এখানে ভালো ভালো বই পেয়েছি। তিনটি বই বিনিময় করেছি।”
স্টলগুলোতে ঘুরে দেখা যায়, শিশুতোষ বইয়ের স্টলে ভিড় সবচেয়ে বেশি। সেখানে নানা রকম বই নিয়ে রীতিমত কাড়াকাড়ি চলছিল। এরপর বেশি ছিল ক্যারিয়ার বিষয়ক বইয়ের স্টলে।
আয়োজনের বিষয়ে সংগঠক সাঈদ খান সাগর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বই বিনিময় উৎসবের ষষ্ঠবারের এই আয়োজন আমরা উৎসর্গ করেছি মহান জুলাই অভুত্থ্যানের শহীদদের প্রতি। সন্ধ্যা ৭টা পর্যন্ত আমাদের হিসেবে ২২ হাজার ৮৭টি বই বিনিময়ে হয়েছে।”