আন্দোলনের মধ্যে চবি চারুকলার শিক্ষার্থীদের ক্যাম্পাস ছাড়ার নির্দেশ

রাত ১০টার মধ্যে শিক্ষার্থীদের ক্যাম্পাস ও হোস্টেল ছাড়তে হবে; ক্লাস ও পরীক্ষা চলবে অনলাইনে

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Feb 2023, 02:37 PM
Updated : 2 Feb 2023, 02:37 PM

শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে সংস্কারের কথা বলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট এক মাসের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। 

বৃহস্পতিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের জরুরি সভায় এই সিদ্ধান্ত হয়। রাত ১০টার মধ্যে শিক্ষার্থীদের ক্যাম্পাস ও ছাত্রাবাস ছাড়তে বলা হয়েছে। 

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোহাম্মদ ইয়াকুব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগামী এক মাসের জন্য বন্ধ থাকবে চারুকলা ইনস্টিটিউট। এ সময় অনলাইনে ক্লাস ও পরীক্ষা চলবে। এই এক মাস ইন্সটিটিউটের সংস্কার কাজ চলবে। 

“শিক্ষার্থীদের আজ রাত ১০টার মধ্যে চারুকলা ক্যাম্পাস ও হোস্টেল ত্যাগের নির্দেশনা দিয়েছে সিন্ডিকেট।”

শ্রেণিকক্ষের ছাদ থেকে ইট-সিমেন্ট খসে পড়ায় গত বছরের ২ নভেম্বর থেকে ক্লাস বর্জন শুরু করে চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। পরে তারা ইনস্টিটিউটকে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে নিয়ে যাওয়াসসহ ২২ দফা দাবিতে আন্দোলনে নামে।

২৩ জানুয়ারি থেকে আন্দোলন স্থগিত করে ক্লাসে ফিরতে রাজি হওয়ার পর কয়েকদিন শিক্ষার্থীদের ক্লাস হয় খোলা প্রাঙ্গণে। এরপর মঙ্গলবার শিক্ষার্থীরা আবারও মূল ক্যাম্পাসে ফিরে যেতে নগরীর বাদশা মিয়া সড়কে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মূল ফটকে তালা দিয়ে ক্লাস বর্জন শুরু করে।

Also Read: অনশনের হুমকি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলার শিক্ষার্থীদের

Also Read: মূল ক্যাম্পাসে ফেরার দাবিতে ফের আন্দোলনে চবি চারুকলা

Also Read: চবির চারুকলা: শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক, আন্দোলনে অনড় শিক্ষার্থীরা

এই প্রেক্ষাপটে বুধবার রাতে ক্যাম্পাসে অভিযান চালায় পুলিশ। দাবি আদায়ে আগামী রোববার থেকে অনশনে যাওয়ার ঘোষণা দেয় শিক্ষার্থীরা। এই উত্তেজনার মধ্যে ইনস্টিটিউট বন্ধ করে দেওয়া হল।