রোজায় পণ্যের সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে এমন সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছে বন্দর কর্তৃপক্ষ।
Published : 27 Feb 2025, 10:39 PM
বহির্নোঙ্গরে মাদার ভেসেল থেকে আমদানি পণ্য বোঝাইয়ের পর লাইটার জাহাজগুলোকে ৭২ ঘণ্টার মধ্যে বন্দর ছাড়ার নির্দেশ দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
‘রাষ্ট্রীয় প্রয়োজনে এবং আসন্ন রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে’ এমন সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছে বন্দর কর্তৃপক্ষ।
এক বিজ্ঞপ্তিতে বন্দর কর্তৃপক্ষ বলেছে, সম্প্রতি বহির্নোঙ্গরে মাদার ভেসেল থেকে লাইটার জাহাজে পণ্য বোঝাই করার পর সেগুলো যৌক্তিক কারণ ছাড়াই বন্দরের জলসীমার বিভিন্ন স্থানে দিনের পর দিন অবস্থান করে।
“এটি পণ্য সরবরাহব্যবস্থা ও সাধারণ জনগণের ওপর বিরূপ প্রভাব ফেলে; বাজারে পণ্যের কৃত্রিম সংকট তৈরি করে; দ্রব্যমূল্য বাড়ায় এবং ভোক্তাদের ওপরও নেতিবাচক প্রভাব ফেলে।”
চট্টগ্রাম বন্দর সচিব ওমর ফারুকও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নির্দেশনার বিষয়টি নিশ্চিত করেছেন।
বন্দর কর্তৃপক্ষ বলছে, সীমিত এলাকায় বেশি সংখ্যক লাইটার জাহাজ অবস্থানের কারণে নিরাপত্তা ব্যাহত হওয়ার পাশাপাশি সরবরাহ ব্যবস্থাপনাও বিঘ্নিত হয়। আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজের নিরবচ্ছিন্ন চলাচলের জন্য বন্দর জলসীমা সবসময় প্রতিবন্ধকতামুক্ত রাখা জরুরি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “রোজায় পণ্যের সরবরাহব্যবস্থা অবিঘ্নিত রাখা, দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা এবং বন্দরের কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখার স্বার্থে মালামাল লোডের ৭২ ঘণ্টার মধ্যে লাইটার জাহাজগুলোকে বন্দর সীমানা ত্যাগ করার নির্দেশ দেওয়া হলো।
“নির্দেশ না মানলে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা নেবে।”