বিস্ফোরণের শব্দ শুনেছেন আশপাশের মানুষ।
Published : 21 May 2024, 07:11 PM
চট্টগ্রামের হাটহাজারী উপজেলা পরিষদ নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়াধায়ির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার দুপুরে ফতেপুর ইউনিয়নের জোবরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা দেড়টার দিকে ওই কেন্দ্রে বর্তমান চেয়ারম্যান রাশেদুল আলম ও প্রতিদ্বন্দ্বী সোহরাব হোসেন নোমানের সমর্থকরা ধাওয়াধায়ি শুরু করেন।
এসময় মোটর সাইকেল, চেয়ার ভাংচুর করে সড়কে আগুন লাগিয়ে দেওয়া হয়। তখন বিস্ফোরণের শব্দও শুনেছেন আশপাশের মানুষ।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মোহাম্মদ আরিফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বড় কোনো বিশৃঙ্খল পরিস্থিতি ছাড়া শান্তিপূর্ণভাবে গ্রহণ সম্পন্ন হয়েছে। কয়েকটি স্থানে কর্মী সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দিলেও সেটা বড় হতে পারেনি।
“জোবরা স্কুলে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। তবে সেটিতে ভোট কেন্দ্রে কোনো প্রভাব পড়েনি। কেন্দ্র থেকে অন্তত ৫০০ গজ দূরে সমস্যা হয়েছিল। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গিয়ে তা নিয়ন্ত্রণে নিয়ে আসে।”
দ্বিতীয় ধাপে চট্টগ্রামের চারটি উপজেলার নির্বাচন হওয়ার কথা থাকলেও রাউজানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সবাই নির্বাচিত হয়েছে।
হাটহাজারী, ফটিকছড়িতে সব কটি পদে নির্বাচন অনুষ্ঠিত হলেও রাঙ্গুনিয়া উপজেলায় নির্বাচন হচ্ছে শুধু ভাইস চেয়ারম্যান পদে।