“সেখানে পানি জমে ছিল। আর টিনের সাথে বিদ্যুতের তার লাগানো ছিল। পানিতে দাঁড়িয়ে টিন ধরার পরপরই সুমন বিদ্যুতায়িত হন”।
Published : 22 May 2024, 05:46 PM
চট্টগ্রামে একটি পরিত্যক্ত ঘরের পাশ থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে, যিনি বিদ্যুতায়িত হয়ে মারা গেছে বলে পুলিশের ধারণা।
বুধবার নগরীর ইপিজেড থানার আকমল আলী সড়কের মমতা গলি সংলগ্ন এলাকায় একটি পরিত্যক্ত ঘরের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
সুমন জলদাশ ওরফে রামু নামের ৩৫ বছর বয়সী ওই ব্যক্তির বাড়ি কর্ণফুলী উপজেলায়, চট্টগ্রামে তিনি থাকতেন ইপিজেড থানার খালপাড় এলাকায়।
ইপিজেড থানার ওসি মোহাম্মদ হোছাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সুমন ভাঙ্গারি কুড়িয়ে জীবিকা নির্বাহ করতেন। আকমল আলী রোডের দুটি পরিত্যাক্ত ঘরের পাশের ছোট স্থান থেকে টিন নিতে গিয়ে তিনি বিদ্যুতায়িত হন।
“যে জায়গা থেকে সুমন টিন নিতে গিয়েছিলেন, সেখানে পানি জমে ছিল। আর টিনের সাথে বিদ্যুতের তার লাগানো ছিল। পানিতে দাঁড়িয়ে টিন ধরার পরপরই তিনি বিদ্যুতায়িত হন।
“লাশ পড়ে থাকার খবর পেয়ে বিদ্যুৎ বিভাগের লোকজন এসেছিল। তারাও জানিয়েছে, পানির কারণে টিনটি বিদ্যুতায়িত ছিল। সে কারণে সেটি ধরার পরই সুমন বিদ্যুতায়িত হন।”
সকালে স্থানীয় লোকজন লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে।
ওসি বলেন, মঙ্গলবার কোনো এক সময় সুমন সেখানে বিদ্যুতায়িত হন বলে ধারণা করছেন তারা।