মামলায় ৭৩৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও এক হাজার ২০০ জনকে আসামি করা হয়েছে।
Published : 24 Sep 2024, 08:18 PM
চট্টগ্রামে আবারও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগে মামলা হয়েছে, যেখানে আসামি করা হয়েছে শিক্ষক, আইনজীবী, সাংবাদিকসহ দুই হাজারের বেশি জনকে।
নগরীর কোতোয়ালী থানায় সোমবার রাতে মামলাটি করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী, যিনি সরকার পতনের আগের দিন চট্টগ্রামে সমাবেশে হামলায় আহত হয়েছেন বলে দাবি করেছেন।
কোতোয়ালী থানার ওসি ফজলুল কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ৪ অগাস্ট নিউ মার্কেট মোড়ে সমাবেশে ছাত্র-জনতার সমাবেশে হামলার অভিযোগ এনে মামলাটি করা হয়েছে। যেখানে ৭৩৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও এক হাজার ২০০ জনকে আসামি করা হয়েছে।
মামলায় প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এরপর রয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক শিক্ষামন্ত্রী স্থানীয় সংসদ সদস্য মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক পররাষ্ট্র মন্ত্রী হাসান মাহমুদ, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের নাম।
৭৩৬ জনের এ তালিকায় সাবেক সংসদ সদস্য ও তরিকত ফেডারেশনের সভাপতি নজিবুল বশর মাইজভান্ডারী, তার ছেলে তৈয়বুল বশর মাইজভান্ডারি, সাতাকানিয়ার সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের পাশাপাশি সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন পেশার সাধারণ লোকজনকেও আসামি করা হয়েছে।
মামলায় আসামির তালিকায় ৬৪০ নম্বরে আছে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. বিপ্লব গাঙ্গুলীর নাম। এছাড়াও ৬৭৪ থেকে ৬৭৭ নম্বরে আছে বেসরকারি টিভি চ্যানেল নিউজ ২৪এর সাংবাদিক নয়ন বড়ুয়া জয়, সময় টিভির পার্থ প্রতীম বিশ্বাস, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, দৈনিক কালবেলা পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান সাইদুল ইসলামের নাম।
৬৮৩ নম্বরে আছে দৈনিক ভোরের কাগজ পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান সমরেশ বৈদ্য, ৭১৫ নম্বরে আছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) অথরাইজেশন অফিসার আজিমুল হক, সিডিএর গাড়ি চালক সাইফুল ইসলাম ও কর্মচারি জয়নাল আবেদীনের নামও।
মামলার বাদী তাফহীমুল ইসলাম নিজেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামী স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী উল্লেখ করেছেন।
মামলায় বাদী অভিযোগ করেছেন, গত ৪ অগাস্ট নিউ মার্কেট মোড়ে ছাত্র-জনতার সমাবেশ চলাকালীন সময়ে সমাবেশে ককটেল নিক্ষেপ, গুলি করে এলোপাতাড়ি হামলা চালানো হয়। এসময় ডান হাতের কবজিতে গুলিবিদ্ধ হন তিনি।