বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।
Published : 10 Apr 2024, 12:19 AM
ঈদের আগে চট্টগ্রামের হালিশহরে একটি বস্তিতে আগুন লেগে পুড়ে গেছে ৪০টি টিনশেড বসত ঘর।
মঙ্গলবার রাতে নগরীর হালিশহর জি ব্লক মসজিদের পাশের ওই বস্তিতে আগুন লাগে বলে ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার খলিলুর রহমান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "রাত সাড়ে ৯টায় আমরা আগুনের খবর পাই। শুরুতে দুটি ইউনিট এবং পরে আরো একটি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়। রাত সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এখন ডাম্পিংয়ের কাজ চলছে।”
খলিলুর রহমান বলেন, ওই বস্তিতে ৪০টি টিনশেড ঘর ছিল, ছোট আকারের ঘরগুলো টিন, বাঁশ, কাঠ দিয়ে তৈরি। বেশিরভাগ ঘরই পুড়ে গেছে।
"এখনো বিদ্যুতের সংযোগ আছে। ঘরে ঘরে গ্যাস সিলিন্ডারও ছিল। প্রাথমিকভাবে মনে হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।"
আগুনে কেউ হতাহত হননি। ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মকর্তা খলিলুর রহমান।
ওই বস্তির পাশেই বিজিবি ক্যাম্প। আগুন লাগার পর বিজিবি সদস্যরা ঘরগুলো থেকে জিনিসপত্র সরিয়ে নিতে বাসিন্দাদের সহযোগিতা করেন।