দুপুরে স্বজনদের অগোচরে দুই শিশু পুকুরে পড়ে যায় বলে জানায় পুলিশ।
Published : 25 Apr 2025, 06:53 PM
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলার দক্ষিণ চরক্লার্ক গ্রামে এ ঘটনা ঘটে বলে চরজব্বর থানার ওসি শাহীন মিয়া জানান।
নিহতরা হলো- ওই গ্রামের মনু মিয়ার মেয়ে আলিশা খাতুন (৭) এবং একই গ্রামের সাইফুর রহমান মাসুদের মেয়ে পাখি আক্তার (৭)। তারা স্থানীয় ফকির মার্কেট নূরানী মাদ্রাসার নূরানী বিভাগের ছাত্রী ছিল।
চরক্লার্ক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল বাশার বলেন, দুপুর ২টার দিকে দুই শিশু স্বজনদের অগোচরে পুকুরে যায়। সাঁতার না জানায় তারা পানিতে তলিয়ে যায়।
খোঁজাখুঁজির এক পর্যায়ে প্রথমে পুকুরে এক শিশুকে ভাসতে দেখা যায়। পরে পুকুরে তল্লাশি চালিয়ে আরেক শিশুকে পাওয়া যায়। তাৎক্ষণিক তাদের চিকিৎসকের কাছে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়।
ওসি শাহীন মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।