Published : 27 Feb 2025, 08:26 PM
বিএনপির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমানের লাশ চট্টগ্রামে আনা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে তার লাশবাহী হেলিকপ্টারটি চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামের আউটারে অবতরণ করে। শুক্রবার তার জানাজা ও দাফন হবে।
বৃহস্পতিবার দুপুরের পর থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ আউটার স্টেডিয়ামে আসতে থাকেন।
হেলিকপ্টার থেকে মরদেহ নেওয়া হয় কাজীর দেউড়ি এলাকায় ভিআইপি টাওয়ারে আবদুল্লাহ আল নোমানের বাসভবন প্রাঙ্গণে। সেখানেও হাজার হাজার নেতাকর্মীর উপিস্থিত ছিল।
প্রয়াত বিএনপি নেতা নোমানের ব্যক্তিগত সহকারী নুরুল আজিম হিরু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার দুপুর আড়াইটায় জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে জানাজা হবে।
“মরহুমের গ্রামের বাড়ি রাউজান গহিরা স্কুলমাঠেও জানাজা হবে। এরপর দাফন হবে গহিরায় পারিবারিক কবরস্থানে।”
শুক্রবার সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত লাশ রাখা হবে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে। এরপর সকাল ৯ থেকে ১০টা পর্যন্ত ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি প্রাঙ্গণে রাখা হবে সেখানকার শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারী-কর্মকর্তাদের শ্রদ্ধা নিবেদনের জন্য।
মঙ্গলবার ভোরে রাজধানীতে মারা যান বিএনপির বর্ষীয়ান নেতা আবদুল্লাহ আল নোমান।
১৯৪৫ সালে চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরা গ্রামে জন্ম নেওয়া নোমান একসময় বাম রাজনীতিতে যুক্ত ছিলেন । ষাটের দশকের শুরুতে হামিদুর রহমান শিক্ষা কমিশনের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে তিনি ছাত্র ইউনিয়নে যোগ দেন।
মেননপন্থি ছাত্র ইউনিয়নের চট্টগ্রাম মহানগরীর সাধারণ সম্পাদক, বৃহত্তর চট্টগ্রামের সভাপতি এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্বও পালন করেন।
ছাত্রজীবন শেষে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর হাত ধরে নোমান যোগ দেন শ্রমিক রাজনীতিতে। পূর্ববাংলা শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি ছিলেন তিনি। গোপনে ভাসানীপন্থি ন্যাপের রাজনীতির সঙ্গেও জড়িত হন। ১৯৭০ সালে হন ন্যাপের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক।
১৯৭১ সালে তিনি সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধে যোগ দেন। যুদ্ধ শেষে ন্যাপের রাজনীতিতে তার পথ চলা। এরপর ১৯৮১ সালে যোগ দেন বিএনপিতে।
১৯৯১ ও ২০০১ সালে চট্টগ্রাম-৯ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন নোমান। খালেদা জিয়ার দুই সরকারের আমলে মৎস্য ও পশু সম্পদ, শ্রম ও কর্মসংস্থান, বন ও পরিবেশ এবং খাদ্য মন্ত্রণায়ের মন্ত্রীর দায়িত্ব তিনি পালন করেন।