বার্মা কলোনির সবুজ ও ইলিয়াসের পক্ষের যুবকদের মধ্যে সংঘর্ষ হয়।
Published : 12 Oct 2024, 09:24 PM
এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে চট্টগ্রামের বায়েজিদে দুই পক্ষের সংঘর্ষে একজন খুন হয়েছেন।
বায়েজিদ বোস্তামী থানাধীন শান্তিনগর কলোনিতে শুক্রবার মধ্যরাতে সংঘর্ষের সময় ছুরিকাঘাতে আহত ইমন (১৯) শনিবার সকালে মারা যান।
নিহত ইমন নগরীর আমিন কলোনির মুজিবুর রহমানের পুত্র।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর তথ্য দিয়েছেন বায়েজিদ বোস্তামী থানার ওসি আরিফুর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, আধিপত্য বিস্তার নিয়ে বার্মা কলোনির সবুজ ও ইলিয়াসের পক্ষের যুবকদের মধ্যে সংঘর্ষ হয়। এসময় ছুরিকাঘাতে আহত হন ইমন।
এ ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার হয়নি জানিয়ে তিনি বলেন, পরিবারের পক্ষ থেকে মামলা করা হচ্ছে।